বেশ কয়েক বছর আগে পিতৃহারা হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর পাঁচটা সন্তানের মতো আজও বাবাকে ভীষণভাবে মিস করেন তিনি। সব থেকে বেশি মিস করেন যখন তাঁর পরিচালিত কোনও ছবি দেখে দর্শকরা বাহবা দেন। বাবা বেঁচে থাকলে কতটা খুশি হতেন, সে কথা স্মরণ করেই আবেগঘন হয়ে পড়েন পরিচালক।
বাবার একটি পুরনো ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘এক যে ছিল রাজা ছবির মুক্তির পর ঠিক তুমি চলে গেলে আমাকে ছেড়ে। এরপর মুক্তি পেল গুমনামি, পদাতিক। মুক্তি পাবে লহ গৌরাঙ্গ নাম রে এবং এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। ইতিহাসের প্রতি তোমার ভালোবাসা থাকায় এই সিনেমাগুলো দেখলে তুমি ভীষণ খুশি হতে।’
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
পরিচালক আরও লিখেছেন, ‘আমি জানি তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও এই ছবিগুলি অবশ্যই দেখছো। কেমন লাগলো তা জানার জন্য খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। কিছু বছরের মধ্যেই তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আপাতত শুভ জন্মদিন।’
এর আগেও ‘উমা’ ছবির মুক্তির পর বাবাকে উদ্দেশ্য করে পরিচালক লিখেছিলেন, ‘যদি একবারও এই ছবিটা তুমি দেখতে পেতে। এটাই একমাত্র ছবি যেটা তোমাকে উদ্দেশ্য করে আমি তৈরি করেছি। নিশ্চয়ই তুমি কোথাও এই সিনেমা দেখে মনে মনে খুশি হচ্ছ। শুভ পিতৃদিবস, বাবা।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ মে বড় পর্দায় মুক্তি পাবে সৃজিতের আসন্ন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা দিব্যানী মণ্ডল।
সৃজিতের সঙ্গে আবার বহুদিন পর কাজ করতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। অভিনয় করবেন কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার হাত ধরেই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন অনির্বাণ ভট্টাচার্য। সব মিলিয়ে এই ছবিতে দর্শকদের জন্য থাকবে একাধিক চমক।