২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এই বছর দুর্গাপুজো তাঁদের দ্বিতীয় পুজো হতে চলেছে। অন্যদিকে মেয়েরও হবে দ্বিতীয় পুজো। খুব স্বাভাবিকভাবেই সন্তানের প্রথম পুজো নিয়ে বেশ উত্তেজিত এই তারকা দম্পতি।
পুজোর আগে মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট। আর পাঁচজন দম্পতির মতোই তাঁরাও পরিবারের সকলের সঙ্গে করেন উপহার আদান-প্রদানের পর্ব। পুজোর আগে তাই কাকা শ্বশুরের বাড়িতে পুজোর উপহার নিতে পৌঁছে যান শ্রীময়ী এবং কাঞ্চন। সঙ্গে পান অফুরন্ত ভালোবাসা।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
শ্রীময়ী, যিনি নিজের জীবনের প্রায় প্রত্যেকটি ঘটনায় সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন, এবার কাকা কাকিমার থেকে পাওয়া ভালবাসাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। শ্রীময়ী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কাঞ্চনকে পেয়ে বেজায় খুশি কাকু কাকিমা।
জামাইকে কাছে পেয়ে জামাই আদর করতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেননি শ্রীময়ীর কাকা কাকিমা। খাবারের তালিকায় করেছিলেন এলাহী আয়োজন। খাবারের মেনুতে ছিল পোলাও, মাংস, মাছ, পটল দোর্মা, বেগুনি, পায়েস, চাটনি, মিষ্টি।
ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘জামাই আদর পেয়ে জামাই আহ্লাদে আটখানা। হ্যাঁ জানি খুব লোভনীয়, তাও বলছি নজর দেবেন না প্লিজ। টাকা আর কাকিমা আদর করে তার মেয়ে এবং জামাইকে ভুরিভোজ ও সঙ্গে অনেক পুজোর উপহারে ভরিয়েছে।’
তবে শ্রীময়ীর এই পোস্টে কমেন্ট করে কটাক্ষ করেন একাধিক নেটিজেন। একজন লেখেন, ‘এখানে নজর দেওয়ার মত কিছু খাবার আছে দেখলাম না।’ অন্য একজন লিখেছেন, ‘মনে তো হচ্ছে খিচুড়ি।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এইসব দিয়ে কি জামাই আদর হয়?’ একজন আবার কাঞ্চন মল্লিককে ‘বুড়ো’ বলেও কটাক্ষ করেন।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন এবং শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁদের অলক্ষ্যে কৃষভিকে ধরে মারধোর করেছিল আয়া। গোটা ঘটনাটি সামনে আসতেই ভীষণভাবে সতর্ক হয়ে যান তারকা দম্পতি। সমাজ মাধ্যমে পোস্ট করার পাশাপাশি সকলকে এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন শ্রীময়ী।