ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘বহুরূপ’ ছবির প্রথম লুক, যেখানে দেখা গিয়েছে ছবিতে একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন সোহম চক্রবর্তী। তবে শুধু বৃদ্ধের ভূমিকায় অভিনয় বললে ভুল বলা হবে, এই ছবিতে মোট ৭টি লুকে ধরা দেবেন তিনি। একেবারে কমার্শিয়াল ঘরানার এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল।
এস বি ফিল্মস এন্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। আকাশ মালাকারের পরিচালনায় এই ছবিটির প্রযোজক চন্দনকান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস। সিনেমায় সোহম এবং ইধিকা ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
আজ অর্থাৎ ১৯ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘বহুরূপ’ ছবির অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ আগস্ট মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার, যা দেখে রীতিমত সম্ভিত হয়ে গিয়েছিলেন দর্শকরা। শহরে একের পর এক খুন, খুনী একজন বহুরুপ। সোহমের অনবদ্য লুক দেখে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে।
এবার মুক্তির পালা অফিসিয়াল ট্রেলারের, আর ট্রেলার মুক্তির আগেই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেলেন ছবির দুই প্রধান মুখ সোহম চক্রবর্তী এবং ইধিকা পাল। টলিউড অনলাইনের দ্বারা শেয়ার করা ছবি এবং ভিডিয়োতে দেখতে পাওয়া গিয়েছে একটি সাদা রঙের কুর্তা পাজামা পরে মায়ের কাছে পুজো দিচ্ছেন অভিনেতা।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
ইধিকা সেজে রয়েছেন একটি লাল রঙের চুড়িদারে। অসম্ভব মিষ্টি লাগছে অভিনেত্রীকে। পুজো এবং আরতি দেওয়ার পর এক সঙ্গে দাঁড়িয়ে ভোগ বিতরণ করলেন সোহম এবং ইধিকা। তারকা যুগলের কাছ থেকে ভোগ পেয়ে বেজায় খুশি ভক্তরা।
প্রসঙ্গত, চলতি বছর শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি ‘বহুরূপী’ বক্স অফিসের রীতিমত ঝড় বইয়ে দিয়েছিল। শিবপ্রসাদের বিপরীতে কৌশানীর অভিনয় ছিল নজর কেড়ে নেওয়ার মতো। এবার প্রায় একই নামের এই ছবিটি মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার। ছবি মুক্তি পাবে আগামী ২৯ তারিখ।