Miss World 2023 Bangladesh: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে ওয়াটার পার্কে বসেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত আসর। আলো–ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। তিনিই ভারতে অনুষ্ঠিত ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছে দীর্ঘ চার বছর পর। শাম্মি ইসলাম নীলা নির্বাচিত হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’। কয়েক দিন আগে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে ওয়াটার পার্কে বসেছিল সুন্দরী প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালের আসর। করোনার জেরে মাঝে কয়েক বছর বন্ধ ছিল এই প্রতিযোগীতা। ফের চালু হয়েছে।
সেরা দশ প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার আপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। বাংলাদেশের সেরা সুন্দরীর মুকুট উঠেছে নীলার মাথায়। এবার নীলাকে দেখা যাবে মিস ওয়ার্ল্ডের আসরে। মিস ওয়ার্ল্ডের ৭১তম আসর বসবে ভারতে। বাংলাদেশ থেকে এ আসরে প্রতিনিধিত্ব করবেন নীলা। যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি আসবেন সুন্দরী প্রতিযোগী। আরও পড়ুন: 'মায়ের মতো হতে পারবে না..', শ্রীদেবীর সঙ্গে তুলনা! নতুন ছবি পোস্ট করতেই ট্রোলের মুখে জাহ্নবী
আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’। আশাবাদী নীলা বলেন, ‘আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি। আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তা জানিয়ে নীলা বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনে হচ্ছিল, আরো গ্রুমিং এবং অনুশীলন প্রয়োজন। সময়ের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। তারপর মনে হয়, এখন কিছুটা গ্রুমিং হয়েছে। সর্বশেষ শেখার প্রেরণা নিয়েই এ প্ল্যাটফর্মে পা রাখি।’