শাহিদ বৃহস্পতিবার বিকেলে এক্সে তাঁর ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন ও উত্তরের সেশন করেছিলেন। সেখানে অভিনেতা তাঁর সমসাময়িক অভিনেতাদের মধ্যে তাঁর পছন্দের কারা? সেই বিষয়ে মুখ খুলেছেন।
সমসাময়িক অভিনেতাদের মধ্যে কাদের বেশি পছন্দ করেন শাহিদ? দেখে নিন
শুক্রবার ৩১ জানুয়ারি মুক্তি পেল শাহিদ কাপুরের ছবি ‘দেবা’৷ অভিনেতাকে এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে। ছবির গান ও ট্রেলার ইতিমধ্যেই দুর্দান্ত ভাবে সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে৷ তবে ছবি মুক্তির আগে দিন শাহিদ বৃহস্পতিবার বিকেলে এক্সে তাঁর ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন ও উত্তরের সেশন করেছিলেন। সেখানে অভিনেতা তাঁর সমসাময়িক অভিনেতাদের মধ্যে তাঁর পছন্দের কারা? সেই বিষয়ে মুখ খুলেছেন।
ওই প্রশ্ন ও উত্তরের সেশনে এক ভক্ত শাহিদকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার প্রিয় সমসাময়িক অভিনেতা কে?’ উত্তরে তিনি বলেন, ‘আমি হৃতিক ও রণবীরকে ভালোবাসি।’
তবে এই প্রশ্ন ও উত্তরের সেশনে আরও একটি বড় চমক ছিল, সেখানে নায়ক জানান যে তিনি বিশাল ভরদ্বাজের সঙ্গে এর পর ছবি করতে চলেছেন। ভিডিয়োতে এক ভক্ত তাঁর থেকে জানতে চেয়েছিলেন যে, ‘দেবা-এর পরে আপনাকে পরবর্তী কোন ছবিতে দেখা যাবে?’ উত্তরে শাহিদ বলেন, ‘বিশাল ভরদ্বাজের সঙ্গে।’
শাহিদ এবং বিশালের জুটি দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিয়েছে এর আগেও। এই জুটি একসঙ্গে 'কামিনে' এবং 'হায়দার'-এর মতো ছবি করেছে। আর এই দুটি ছবিই ছিল শাহিদের ক্যারিয়ারের সেরা দুটি ছবি। তাঁরা একসঙ্গে 'রেঙ্গুন'ও করেছিলেন। সেখানে শাহিদের সঙ্গে নজর কেড়েছিলেন তাঁর প্রাক্তন করিনা কাপুরের বর সইফ আলি খান। তাছাড়াও ছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে এই ছবিটি দর্শকদের মধ্যে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি। অন্য দুটি ছবির মতো সেই ভাবে জনপ্রিয়তা পায়নি।