কিছুদিন আগে শাহরুখ খানের একটি ছবি ফাঁস হয়েছিল যেখানে তাঁকে পাকা চুলে দেখা যাচ্ছিল। ছবিটি আসলে তাঁর আসন্ন ছবি 'কিং'-এর লুক। যা ফাঁস হয়ে যাওয়ায় শাহরুখ এবং তাঁর টিম বেশ বিরক্ত। এবার শাহরুখের টিম এবং ম্যানেজার পূজা দাদলানি ভক্তদের কাছে অনুরোধ করেছেন তাঁরা যেন নায়কের এই লুকটি ভাইরাল না করেন। কারণ এরপর নায়কের পক্ষ থেকে একটি বড় ঘোষণা অপেক্ষা করছে।
আরও পড়ুন: কমল পরশুরামের নম্বর, এগিয়ে এল পরিণীতা! হাল খারাপ চিরসখার-রানী ভবানীরও, টিআরপি টপার কে?
আরও পড়ুন: 'পৃথিবীর সব থেকে ধনী নারী...', রুবেলের জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন শ্বেতা?
এই মর্মে তাঁরা একটা বিবৃতিও জারি করেন। তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা ছিল, 'আমরা সকলকে অনুরোধ করছি শাহরুখের সর্বশেষ লুকের ছবি এবং ভিডিয়ো শেয়ার না করার জন্য। আসুন আমরা ম্যাজিকটা ধরে রাখি। একসঙ্গে একটা বড় কিছুর জন্য অপেক্ষা করি। শাহরুখ এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটা প্রকাশ না করা পর্যন্ত এই চমকটা আমরা বরং ধরে রাখি। ধন্যবাদ।'
আরও পড়ুন: সন্তানকে নিয়ে একা লড়াই রনিতার, পাশে থাকবে বিশ্বজিৎ, আসছে ‘ও মন দরদিয়া’
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?