Sara Ali Khan-Saif Ali Khan: ‘আব্বা, তুমি তো আমাদের সঙ্গে থাকো না, তাহলে…’, সইফকে ব্ল্যাকমেইল করতেন নাকি সারা
1 মিনিটে পড়ুন Updated: 24 Mar 2023, 09:49 PM ISTসারার কথায়, ‘আমিও অনেক সময় বাবা-মাকে আমার শিকার বানিয়েছি, ব্ল্যাকমেইল করেছি। তখন আমার বয়স ১১, বাবার কাছে গিয়ে বলেছি, আব্বা, এখানে মা নেই, আমাদের তাই এটা দিতেই হবে। আবার যখন আমার বয়স ১৫ তখন গিয়ে বলেছি, আব্বা তুমি আমাদের সঙ্গে থাকো না, তাই এটা আমাদের চাই।’
বামদিকে অমৃতা সারা, ডানদিকে সারা-সইফ