একজন গ্লোবাল স্টার, অন্যজন টলিউড কুইন। প্রিয়াঙ্কার জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা একটি কালো রঙের কুর্তি পরে রয়েছেন, প্রিয়াঙ্কার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি ড্রেস। ছবিটি যে বেশ কয়েক বছরের পুরনো তা বলার অপেক্ষা রাখে না।
ছবিটি পোস্ট করে ঋতুপর্ণা ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া। আপনার শক্তি এবং মনোবল আমাকে সব সময় অনুপ্রাণিত করে। পুরাতন মুক্তির সময় যেভাবে আপনি সমর্থন করেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার জীবনে সব সময় শুভ হোক এই কামনাই করি।’
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
প্রিয়াঙ্কা চোপড়া এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম প্রযোজিত বাংলা ছবি ‘বৃষ্টির অপেক্ষায়’ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বোস এবং পার্নো মিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন বিভাস মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, ৪৩ বছর জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে কখনও মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে কখনও আবার দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে। মালতি এখন বেশ বড়, তাই বাবা মায়ের সঙ্গে ঘুরতে গেলেও সে ব্যস্ত থাকে নিজের খেলায়।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
জন্মদিনে উপলক্ষে এই ভিডিয়োটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আরও একটি বছর সূর্যের চারপাশে ঘুরে যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছি। আমার জন্মদিনে আমি শুধু কৃতজ্ঞ হতে পারি। ইউনিভার্স আমাকে সব সময় রক্ষা করেন। আমাকে দেওয়া তার সমস্ত উপহারের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। আমার পরিবারে আমার সব থেকে বড় উপহার। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন, তাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা সঙ্গে নিয়েই আমি পা রাখছি ৪৩-এ।’