বেশ কয়েক বছর ধরেই হিন্দি সিনেমার বাড়বাড়ন্ত হওয়ার কারণে বাংলা ছবি বারবার কোণঠাসা হয়েছে। কখনও হিন্দি ছবি আসার কারণে ভাল ব্যবসা করা সত্ত্বেও বাংলা ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কখনও আবার সিনেমার সময় কমিয়ে দেওয়া হয়েছে। এবার এই পরিস্থিতিকে উদ্ধার পাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তাবড় তাবড় ব্যক্তিত্বরা।
আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব- শুভশ্রী অভিনীত ছবি ‘ধুমকেতু’। ওই একই সময়ে মুক্তি পেতে চলেছে হৃতিক অভিনীত ছবি ‘ওয়ার ২’। ইতিমধ্যেই হিন্দি ছবি পরিবেশকরা শর্ত জানিয়েছেন, সিঙ্গল স্ক্রিনের চারটি শো ছবিকে দিলে তবে বাংলায় ছবিটি মুক্তি পাবে। কোনওভাবেই দেবের সঙ্গে ছবি ভাগ করে নিতে নারাজ তাঁরা।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
এবার এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একজোট হয়ে মাঠে নামলেন টলিউডের অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজক প্রত্যেকে। বাংলা ছবিকে বাঁচানোর আর্জি জানিয়ে একটি চিঠি পাঠানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে চিঠিতে স্বাক্ষর করেন সকলে। এই মর্মে ৭ আগস্ট নন্দনে অরূপ বিশ্বাসের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন সকলে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে খুব সম্ভবত এই মিটিংয়ে থাকতে পারবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শহরের বাইরে থাকার কারণে তিনি ভিডিয়ো কলের মাধ্যমেই এই মিটিংয়ে যোগদান করবেন বলে জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। হিন্দি বা দক্ষিণী ছবির জন্য বারবার বাংলা সিনেমাকে কোণঠাসা হতে হয় কেন, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছে অভিনেত্রীর আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করে বাংলা ছবিকে বাঁচানো হোক।