আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা শিবপ্রসাদ পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি। ছবি মুক্তির ১০ দিন আগে এবার মুক্তি পেল ছবির ট্রেলার।
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলার শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে, মুনিরকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে আবির-মিমি। তবে এই সন্ত্রাস শুধুমাত্র একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের গণ্ডি পেরিয়ে এই সন্ত্রাস ছড়িয়ে গিয়েছে পড়শী দেশ বাংলাদেশেও। সন্ত্রাস কোনও দেশের নাম নয় তাই এই সন্ত্রাসকে মেটানোর জন্য এবার একসঙ্গে জোট বাঁধবে ভারত-বাংলাদেশ।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনার আদলে নির্মিত সুলতানা রহমান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সীমা বিশ্বাসকে। এই দুই দেশের রাষ্ট্র নেতাদের বিরুদ্ধেই যুদ্ধে নেমেছে অঙ্কুশ। কেন একজন বিলেত ফেরত ডাক্তার আচমকা সন্ত্রাসবাদী হয়ে উঠল, নাকি সন্ত্রাস ছাড়ানোর জন্যই সে বিদেশে গিয়েছিল, প্রশ্ন থেকেই যায়।
সিনেমায় বিশেষভাবে নজর কেড়েছেন কৌশানি। অঙ্কুশকে ভালোবেসে ফেলে সে, কিন্তু সহ্য করতে হয় অত্যাচার। ভালোবাসার নির্মম পরিণতি কী সহ্য করতে পারবে সে? ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহানও, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।
গঙ্গা-পদ্মা নদীকে যাতে কেউ কলুষিত না করতে পারে তার জন্যই দুই দেশকে একসঙ্গে লড়াই করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। সবশেষে সন্ত্রাস জিতে যাবে নাকি জিতবে মানবিকতা? সন্ত্রাসের জেরে ভারত বাংলাদেশের নাগরিকদের কোন সমস্যায় পড়তে হবে, দুই দেশের রাষ্ট্রনায়কদের বাঁচানোর জন্য কি করবে অফিসাররা? সবটাই জানা যাবে এই সিনেমার গল্পের মাধ্যমে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ‘রক্তবীজ’ ছবিতে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এই ছবিতে ফুটে উঠবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। দেখানো হবে নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ফুটে উঠবে গ্রামের ঘোষ বাড়ির রাধাগোবিন্দ মন্দির, বড় দালান এবং ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য।