কিছুদিন আগেই সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। কিন্তু সেই অনুষ্ঠানে গিয়ে তাঁকে চিনতেই পারেননি কংগ্রেসের নেতা রাজীব শুক্লা! কী জানালেন।
কী ঘটেছে?
রাজীব শুক্লা এদিন এসেছিলেন রণবীর আল্লাহবাডিয়ার শোতে। সেখানেই তিনি জানান যে ক্রিস মার্টিনকে তিনি চিনতেন না। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে চিনতে পারেননি কোল্ডপ্লের গায়ককে। আর এদিন তাঁর বলেন কথার অংশই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
রাজীব শুক্লা এদিন বলেন, 'ওর সঙ্গে আগে আমার দেখা হয়নি। ওকে চিনতাম না। ওর কোনও ব্যান্ড আছে, ওর নাম ক্রিস মার্টিন এসব কোনও আইডিয়া ছিল না। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের অনুষ্ঠানে গেছিলাম ওর সঙ্গে ওখানেই দেখা হয়।'
তিনি এদিন আরও বলেন, 'ওর বাবা আমার পাশেই বসেছিল। তো আমি ওঁকে জিজ্ঞেস করি যে আপনার সঙ্গে আমার আগে আলাপ হয়নি। আপনি কে? তখন উনি বলেন যে আমি ক্রিস মার্টিনের বাবা। তো আমি ওকে জিজ্ঞেস করি ক্রিস মার্টিন কোথায়? তখন উনি বলেন এই যে আমার পাশে বসে আছে। তো এই ভাবে ওর সঙ্গে আমার আলাপ হয়।'
আরও পড়ুন: দাদাকে হারিয়ে দিশেহারা জাকির হুসেনের দুই ভাই! বললেন, 'অনাথের মতো লাগছে'
প্রসঙ্গত সচিন তেন্ডুলকর ফাউন্ডশনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এদিন এই অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করা হয়েছে সেখানেই একটি ছবিতে সচিন তেন্ডুলকর এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর, মেয়ে সারা তেন্ডুলকরকে ক্রিস মার্টিনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, '৫ বছর ধরে এই সফরে আছি খেলোয়াড় তৈরি করা, স্বাস্থ্য এবং শিক্ষা ছড়িয়ে দেওয়ার। এখান থেকেই বোঝা যায় আমরা কতদূর আসতে পেরেছি। এখনও খুবই প্রাথমিক জায়গায় আছি, তবুও আমরা গর্বিত যতটা এগোতে পেরেছি সেটার জন্য। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ যাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এমনকি ক্রিস মার্টিনকেও। আমরা একসঙ্গে এই মাইলস্টোন পেরোলাম। আমরা একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছব।'