লাভিয়াপ্পা ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখতে চলেছেন আমির খান এবং রিনা দত্তের ছেলে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে নেপোটিজম নিয়ে মুখ খুললেন জুনায়েদ খান। স্বীকার করে নিলেন স্টার কিড হওয়ার সুবিধার কথা। জানালেন কেন আজকালকার অধিকাংশ তরুণ অভিনেতাদের মতো তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। বললেন ডিজিটাল দুনিয়ায় তাঁর থাকা না থাকা কেন তাঁর কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়ে দাঁড়াবে না।
আরও পড়ুন: দাদাকে হারিয়ে দিশেহারা জাকির হুসেনের দুই ভাই! বললেন, 'অনাথের মতো লাগছে'
কী জানালেন জুনায়েদ?
জুনায়েদ খান কিন্তু ইতিমধ্যেই বলিউডে ডেবিউ সেরে ফেলেছেন। তবে সুহান খান বা অগস্ত্য নন্দা, খুশি কাপুরের মতো তিনিও OTT মাধ্যমে ডেবিউ করেন। তাঁর প্রথম কাজ ছিল যশরাজ ফিল্মসের মহারাজ। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল সেই ছবিটি। এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। তার আগে স্বীকার করলেন নেপো কিড হওয়ার সুবিধা আছে। কোনও চরিত্র পেতে তাঁকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে না। ডিজিটাল উপস্থিতি জানান দিতে হবে না। তাঁর পরিবারের জন্যই তিনি কাজ পাবেন।
এই বিষয়ে তিনি রেডিয়ো নশাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'কেউ আমার সঙ্গে কখনও খারাপ ভাবে কথা বলেনি। নেতিবাচক কিছু বলেনি। আমি সোশ্যাল মিডিয়াতেও নেই। তাই ওখানে কী চলছে কোনও ধারণা নেই।'
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, 'আমার কোনও পাবলিক প্রেজেন্স না থাকলেও প্রযোজকরা আমায় কাস্ট করবে। সব অভিনেতারা সেই সুবিধা পান না। আমি পাব কারণ আমার পরিবারের জন্য।'
জুনায়েদের এই কথার সঙ্গে সহমত পোষণ করেন লাভিয়াপ্পা ছবিতে তাঁর সহ অভিনেত্রী তথা নায়িকা খুশি কাপুর। তিনি এদিন জানান তিনিও এই সুবিধা পান, আর সেটার জন্য তাঁর কোনও অভিযোগ নেই। খুশির কথায়, 'আমাদের অনেক কিছু এমন আছে যার জন্য আমরা কৃতজ্ঞ। তাই আমি এমন কিছুর জায়গায় নেই যা নিয়ে আমি অভিযোগ করতে পারি। আমি যেখানে আছি, যেমন আছি তাতে আমি খুশি।'
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
লাভিয়াপ্পা ছবি প্রসঙ্গে
আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে লাভিয়াপ্পা ছবিটি। এই ছবির পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এটি আদতে ২০২২ সালে মুক্তি পাওয়া তামিল ছবি লাভ টুডের রিমেক। মুখ্য ভূমিকায় আছেন খুশি কাপুর এবং জুনায়েদ খান। গৌরব এবং বাণী নামক দুটো চরিত্রের গল্প দেখা যাবে এখানে যাদের সম্পর্ককে পরীক্ষা করবে বাণীর বাবা। কীভাবে? তাদের ফোন অদল বদল করে। তারপর কী ঘটে, আদৌ তাদের এই সম্পর্ক টেকে কিনা সেটা নিয়েই এই ছবি। এখানে অন্যান্য চরিত্রে থাকবেন আশুতোষ রানা, কিকু সারদা, গ্রুশা কাপুর, প্রমুখ।