
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিগত কয়েক মাস ধরেই বারবার প্রকাশ্যে এসেছে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের কাজিয়া। শুরুটা হয়েছিল গত বছর রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে। পরে ফেডারেশনের সভাপতি পরিচালকদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় তাঁর নাম মানহানির মামলা করেন তাঁরা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিছুদিন আগেই জানা গিয়েছিল টলিউডের দুই বর্ষীয়ান পরিচালককে শ্যুটিংয়ে বাধা দেওয়া হয়েছে। এবার জানা গেল কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের পর বিপাকে আরও এক পরিচালক। শ্যুটিং বন্ধ হওয়ার মুখে তাঁর নতুন সিরিজের। কিন্তু ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
শনিবার, ১ ফেব্রুয়ারি জানা যায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায়ের নতুন ওয়েব সিরিজের ঘাড়ে এবার কোপ পড়তে চলেছে। যদিও তাঁর সিরিয়ালটি তুমুল জনপ্রিয়, সেটার শ্যুটিংও নিয়মমাফিক চলছে। কিন্ত আনন্দবাজারের তরফে জানানো হয়েছে সরস্বতী পুজোর দিন সৃজিতের নতুন সিরিজের শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও, সবাইকে সেই মতো কল টাইম দেওয়া থাকলেও টেকনিশিয়ানরা আপত্তি জানিয়েছেন। শিল্প নির্দেশনা বিভাগে যাঁরা কাজ করেন তাঁরা কাজ করবেন না বলেই জানিয়ে দিয়েছেন।
কিন্তু আগের দুটো ঘটনার পর এটা নিয়েও চুপ করে আছে সকলে। এমনকি কোনও মন্তব্য শোনা যায়নি পরিচালকদের সংগঠন অর্থে ডিরেক্টরস গিল্ডের থেকেও। কিন্তু বারবার কেন এমন ঘটনা ঘটছে? রাহুলের ঘটনার রেশ জারি নাকি আরজি করের পর প্রতিবাদে পথে নামার ফসল? উঠছে প্রশ্ন। বাদ যাচ্ছে না, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রসঙ্গে। কিন্তু কোন ঘটনার জেরে বারবার সমস্যায় পড়ছেন পরিচালকরা সেটা স্পষ্ট নয়।
আরও পড়ুন: 'আমি আমার শরীরের প্রতিটা অংশ রোজ ছুঁই, আর...' নিজেকে 'ভালোবাসতে' কী করেন তামান্না?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগে আর জি কর আবহে স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন যে তাঁর কাছে ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসে। তিনি এই মন্তব্য করার পর পরিচালকরা সমবেত ভাবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports