শনিবার সকাল সকাল উদিত নারায়ণের একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়। সেখানেই দেখা যাচ্ছে মঞ্চে পারফর্ম করতে করতেই তিনি একাধিক মহিলাকে চুমু খান। শুধু তাই নয় একজন মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। বিতর্ক তৈরি হতেই সাফাই দিলেন গায়ক। জানালেন তিনি যা করেছেন সব অনুরাগীরা চায় বলেই করেছেন।
আরও পড়ুন: খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
কী জানিয়েছেন উদিত নারায়ণ?
হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিতর্ক নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ। গায়ক সাফাইয়ের সুরে জানালেন, 'ভক্তরা এত পাগল হয় যে কী বলি! আমরা এমন মানুষ নই। আমরা খুবই ভদ্র। কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাঁদের ভালোবাসা জানান। এগুলোতে ইন্ধন জুগিয়ে কী হবে? ভিড়ে কত মানুষ থাকেন। আমাদের দেহরক্ষীরা থাকেন। কিন্তু ভক্তরা ভাবেন একবার দেখা করার সুযোগ পেয়েছি যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করি, হাতে চুমু খাই। এগুলো সবই ওঁদের পাগলামি। এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি।'
এদিন উদিত নারায়ণ আরও জানান, 'আমার পরিবারের ভাবমূর্তি এমন স্বচ্ছ যে সবাই চায় একটা বিতর্ক তৈরি হোক। আমার ছেলে আদিত্য (আদিত্য নারায়ণ, গায়ক) চুপচাপ থাকে। কোনও বিতর্কে জড়ায় না। কিন্তু আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে। ওঁরা আমায় ভালোবাসেন। আমাদেরও তো ওঁদের খুশি করতে হয়।'
কী ঘটিয়েছেন উদিত নারায়ণ?
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান টিপ টিপ বরসা পানি গাইছেন। আর। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক মহিলারাই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন মহিলার সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন। কোনও পুরুষ সেলফি তুলতে এলে বিশেষ পাত্তা দেন না তাঁদের। ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে এক মহিলা তাঁর সঙ্গে সেলফি তুলতে এসেছেন। অন্যান্য ক্ষেত্রে গায়ক মহিলাদের চুমু খান। কিন্তু এই মহিলা যেই নিজে গায়ককে চুমু খেতে চান তিনি উল্টে সেই মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন।