ইন্ডিয়ান আইডল সিজন ১৫ যে জমে গেছে সেটা বলাই যায়। একদিকে যেমন প্রতিযোগীদের মধ্যে দারুণ এক বন্ধুত্ব তৈরি হয়েছে তেমন কেউ আবার কারও প্রতি মুগ্ধতা জাহির করেছে। বাদ যায়নি হিংসে বা শত্রুতার আভাসও। সবটা মিলেই এই রিয়েলিটি শো জমে গেছে। চলতি সপ্তাহে লাভিয়াপ্পা ছবির প্রচারে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এ আসছেন খুশি কাপুর। সেদিন এই শোতে ঘটবে কী কাণ্ড?
আরও পড়ুন: দুলারী দেবী বাসন মাজতেন লোকের বাড়িতে, আজ তাঁর দেওয়া শাড়ি পরেই বাজেট পেশ নির্মলার!
কী ঘটবে ইন্ডিয়ান আইডল সিজন ১৫?
এদিন সোনি চ্যানেলের তরফে যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মানসী ঘোষ যখন পারফর্ম করতে আসেন তখন তাঁকে খুশি কাপুর বলেন, 'আমাদের ছবিতে আমরা ফোন সোয়াপ করেছিলাম। তো এই সিজনে আপনাকে যদি কারও এলিমিনেশন সোয়াপ করতে হয় তো সেটা কার এবং কে হবে? যে ইতিমধ্যেই বাদ পড়েছে এমন কেউ।'
আরও পড়ুন: খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
এই প্রশ্ন শুনে জবাবে বিন্দুমাত্র সময় নষ্ট না করেই মানসী বলেন, 'তো তাহলে সেটা রঞ্জিনী হবে। ও বাদ হয়ে গেছে। কিন্তু ও আমার খুব খুব খুব ভালো বন্ধু ছিল। তো আমি ওকে বাঁচাব। আর বাদ দেব স্নেহাকে।' সকলেই জানেন মানসী আর স্নেহার সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই ফাটল একাধিকবার রিয়েলিটি শোয়ের মঞ্চে স্পষ্ট হয়েছে। তো এদিন যখন মানসী তাঁর নাম করে স্নেহা ইঙ্গিতে জানান তিনি জানতেন এটা। অন্যদিকে মানসীর জবাব শুনে হতবাক হয়ে যান শ্রেয়া এবং বিশাল। চমকে ওঠেন বাদশাও।
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।