জি বাংলার ‘বৈশাখী রান্নাঘরে’ হাজির হতে চলেছেন টলিপাড়ার চর্চিত তারকারা। কারা থাকছেন এবারের পর্বে? সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘আমার সঙ্গে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের প্রেম বহু মানুষের কাছে চর্চিত।’ এরপরই দেখা মেলে কাঞ্চন-শ্রীময়ীর।
তবে শুধুই কাঞ্চন-শ্রীময়ী নন, তাঁদের সঙ্গে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনুপম রায় এবং ঐশ্বর্য সেনকেও। এদিন গিটার হাতে 'তুমিও হেঁটে দেখো কলকাতা…' গানটি গেয়ে শোনাতে দেখা যায় অনুপম রায়কে। আর সেই গানের সুরে শ্রীময়ীর হাত ধরে নাচলেন কাঞ্চন।
কনীনিকার শোয়ে এসে জমিয়ে রান্না করতে দেখা যায় অনুপম রায়, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। তা কী কী রান্না হবে ওইদিন? মেনু শুনলে কিন্তু জিভে জল আসবে। মেনুতে ছিল আম পোড়া কাতলা, আম চিকেন কাবাব ও আম কাসুন্দি কাঁকড়া! আর এমন মেনুতে খাওয়াদাওয়াটাও যে জমিয়ে হয়েছে, তা বলাই বাহুল্য। কাঞ্চনের জমিয়ে রান্নাবান্না দেখে কনীনিকা বলেই বসেন, ‘এবার কিন্তু কাঞ্চনদা সহজেই একটা দোকান দেওয়া যেতে পারে।’ যা শুনে হেসে ফেলেন শ্রাবন্তী।
এদিন সবুজ রঙের বেনারসি শাড়ি পরে বেশ সুন্দর দেখাচ্ছিল কাঞ্চনপত্নী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। কাঞ্চনের সঙ্গে তাঁকেও রান্নার কাজে হাত লাগাতে দেখা যায়। আবার জমে ওঠা কোনও এক খেলায় মুখে করে লড্ডু তুলে খেতেও দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে বেশকিছু ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘27শে এপ্রিল রবিবার আমরা আসছি জি বাংলার পর্দায়, বৈশাখি রান্নাঘরে ঠিক বিকেল চারটেয়... দেখবেন অবশ্যই’।
আর এদিন শ্রাবন্তী পরেছিলেন লাল-সাদা শিফন প্রিন্টেড শাড়ি। আর ঐশ্বর্য সেনকে দেখা গেল গোলাপী রঙের ট্রাডিশনাল শাড়িতে। আর অনুপম রায়ের পরনে ছিল লাল পাঞ্জাবি।