টেলি দুনিয়ায় পা রাখতেই বেশ জনপ্রিয়তা পেয়েছে 'দুগ্গামণি ও বাঘমামা' সিরিয়ালটি। সিরিয়ালে মন কেড়েছে 'গায়েত্রী' মানালি ও ছোট্ট 'দুগ্গামণি' রাধিকার অভিনয়। যদিও TRP তালিকায় সেভাবেও কামাল দেখাতে পারেনি এই ধারাবাহিক। আর সেকারণেই হয়ত গল্পে টুইস্ট আনতে সিরিয়ালে এন্ট্রি হচ্ছে আরও এক খুদে। ঠিক কী ঘটতে চলেছে?
চ্যানেল কর্তৃপক্ষের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রিন্টু সাহাগঞ্জ অনাথ আশ্রমের এক কর্মীকে ঘুষ দিয়ে বলে, ‘গায়েত্রী যেন নিজের মেয়ের খোঁজ না পায়, অন্য বাচ্চা গছিয়ে দিতে হবে।’ এরপরই এক খুদেকে এনে গায়েত্রী ও প্রকাশের হাতে তুলে দেয় অনাথ আশ্রমের ওই মহিলা কর্মী। গায়েত্রী ও প্রকাশকে দেখিয়ে ওই শিশুটিকে বলা হয়, ‘এরা তোমার বাবা-মা।’ আর তখনই সে বলে ওঠে, ‘গরিব না বড়লোক? গরিব হলে আমার গিয়ে কাজ নেই।’
এরপরই কিছুটা দুঃখ পেয়ে 'দুগ্গামণি' দূর থেকে বলে, ‘তোমারা তিনজনে মিলে ভালো থেকো। আমি অনাথ আশ্রমেই ভালো থাকব।’ আর তখনই প্রকাশ বলে ওঠে, ‘আমরা দুগ্গামণিকেও নিয়ে যেতে চাই।’ একথা শুনেই উচ্ছ্বসিত দুগ্গামণি বলে ওঠে 'সত্যি…'।
আরও পড়ুন-উনি ভেবেছিলেন, আমার হাতে ওয়াইনের গ্লাস তুলে দিলেই চুমু খেতে পারবেন, আমি চড় কষাই…: কনীনিকা
প্রসঙ্গত গত ৩ মার্চ থেকে শুরু হয় ‘দুগ্গামণি ও বাঘ মামা’র সম্প্রচা। আর রাত সাড়ে ৯টার স্লট দেওয়া হয়েছে এটিকে। আগে এই জায়গায় দেখা যেত মিঠিঝোরা। সেই জায়গায় এসেছে দুগ্গামণি।। আর মিঠিঝোরাকে পাঠানো হয়েছে পরের স্লটে। প্রায় ৪৫ মিনিট সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। TRP-তে দারুণ ফল না করতে পারলেও অনেকেরই বেশ পছন্দ হয়েছে মানালি ও রাধিকার রসায়ন।
এই গল্প 'দুগ্গামণি' চরিত্রটির বিশেষত্ব হল, তার কপালে রয়েছে একটি চোখ। যদিও তা দেখা যায় না। তবে এই চোখের সাহায্যে সকলের মন পড়তে পেরে যায় খুদে এই শিশু। আর এটাই হল তার চরিত্রের বিশেষত্ব, মা দুগ্গার কাছ থেকে পাওয়া দৈব শক্তি। যে অনাথ শিশুটি কিনা নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। আর তখনই তার আলাপ হয় গায়েত্রীর সঙ্গে, সেও তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছে। এই প্রেক্ষাপটেই এগোচ্ছে গল্প।