ছেলেরা পারেনা এমন কোনও কাজ হয় না, এ কথা বহুবার শোনা গেছে বহু মানুষের মুখ থেকে। ছেলেদের মতো নাকি মেয়েরা আত্মবিশ্বাসী হতে পারেন না সবসময়, এমন ধারণাও রয়েছে অনেকের মনে। তবে জানলে অবাক হয়ে যাবেন, এমন চারটি কাজ রয়েছে যা করতে গেলে রীতিমতো ঘাম ছুটে যায় ছেলেদের। জেনে নিন কোন কোন কাজ করতে গেলে ছেলেদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে।
প্রপোজ করার সময়: একটি মেয়েকে যখন প্রপোজ করতে হয়, তখন রীতিমতো ঘেমে নিয়ে খারাপ অবস্থা হয়ে যায় ছেলেদের। একটি ছেলে যতই আত্মবিশ্বাসী হোক না কেন, মেয়েদের প্রপোজ করতে গেলে সেই আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। মেয়েটা যদি না বলে দেয়, সেই চিন্তা করতে করতেই অনেক সময় আর প্রপোজ করাই হয়ে ওঠে না। একটি মেয়ে তাকে সম্পূর্ণ ভালোবাসে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত একটি মেয়েকে কখনও প্রপোজ করে না একটি ছেলে।
আরও পড়ুন: পয়লা বৈশাখে ঘরে বসেই হোক মিষ্টি মুখ! বানিয়ে ফেলুন মাখা সন্দেশ
আরও পড়ুন: মায়ের আশীর্বাদে দূর হোক দুঃখ যন্ত্রণা! প্রিয়জনকে পাঠান বাসন্তী পুজোর শুভেচ্ছাবার্তা
প্রথম ডেটে যাওয়ার সময়: অনেকেই আছেন যারা মোবাইলের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়েন। নিজের পছন্দের মানুষের সঙ্গে যখন প্রথম ডেটে যাওয়ার কথা আসে, তখন বেশিরভাগ ছেলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। একটি মেয়ের কাছে তার ইম্প্রেশন কেমন হবে, সেটা চিন্তা করেই যেন রাতে ঘুম আসে না। মেয়েটিকে কোথায় ডেটে নিয়ে যাবে, সবকিছু আদৌ মেয়েটার পছন্দ হবে কিনা, সেই চিন্তাই আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে যায়।
মেয়েদের সঙ্গে কথা বলা: এই পৃথিবীতে অনেক ছেলে রয়েছেন যারা মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে ভীষণভাবে নার্ভাস হয়ে পড়েন। মেয়েদের সঙ্গে, বিশেষ করে সেই মেয়ে যদি পছন্দের মেয়ে হয়, তাহলে তার সঙ্গে কথা বলার আগে শতবার শত চিন্তা মাথায় আসে ছেলেদের। এর পেছনেও রয়েছে একটি কারণ। অনেকেই আছেন যারা বয়েজ স্কুলে পড়েন, কোনও দিন কোনও মেয়ের সঙ্গে সেই ভাবে কথা বলে ওঠা হয় না, খুব স্বাভাবিকভাবেই ছোট থেকে আত্মবিশ্বাসের সেই অভাব বড় হওয়ার পরেও তাড়া করে বেড়ায়।
আরও পড়ুন: (Get Rid Of Lizards: রান্নাঘরের এই ৪ জিনিস বের করুন একবার, দেখলেই লেজ তুলে পালাবে টিকটিকির দল)
আরও পড়ুন: নববর্ষের দিন মিষ্টিমুখ হোক পানের সন্দেশে, ধন্য ধন্য করবে সকলে, দেখে নিন রেসিপি
মেয়েদের সামনে ইমেজ নিয়ে চিন্তা: একটি মেয়ে প্রথম দর্শনে মুগ্ধ হবে কিনা, আদৌ ভালো লাগবে কিনা তার, ভালো লাগলেও কতটা ভালো লাগবে, এই চিন্তা করতে করতেই অর্ধেক ছেলেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। মেয়েদের সামনে গেলেও এতটাই নার্ভাস হয়ে পড়েন যে কথা হারিয়ে যায়। নিজের ইমেজ নিয়ে অতিরিক্ত চিন্তাই এই আত্মবিশ্বাস কমে যাওয়ার অন্যতম কারণ।