Suryakumar Yadav on his wife Devisha Shetty: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও সুর্যকুমার যাদব তাঁর দুর্দান্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রেখেছেন। যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে তাতে সূর্যের বড় ভূমিকা ছিল। মুম্বইয়ের এই তারকা ব্যাটার মাত্র ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন এবং দলের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একপ্রকার খেলাটিকে সহজ করে তোলেন সূর্য।
পাঁচবারের চ্যাম্পিয়নরা ২৬ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। মরশুমের শুরুতে কিছুটা খারাপ ফর্মে থাকলেও, শেষ কয়েকটি ম্যাচে দারুণভাবে ছন্দে ফিরেছেন সূর্য এবং এখন ৯ ম্যাচে ৬২.১৭ গড়ে ৩৭৩ রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন … সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার মহম্মদ আমির?
এই জয়টি তিনি উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টিকে। যিনি মুম্বই থেকে উড়ে এসেছিলেন এবং মাঠে উপস্থিত থেকে স্বামী এবং মুম্বই ইন্ডিয়ান্স দলকে সমর্থন জানান। ম্যাচ জয়ের পরে সূর্য বলেন, তাঁর স্ত্রী এই ম্যাচে আসবেন না বলেই জানতেন তিনি। কিন্তু পরে জানতে পারেন দেবিশা মাঠে এসেছেন, আর তখনই তাঁর জন্য এই ম্যাচটি জিততে চেয়েছিলন সূর্যকুমার যাদব।
সূর্যকুমার যাদব সম্প্রচারকারীদের সঙ্গে আলাপকালে বলেন, ‘তিনি মুম্বই থেকে উড়ে এসেছেন, এর চেয়ে খুশির মুহূর্ত আর কী হতে পারে? তিনি ম্যাচে আসবেন না বলেই জানিয়েছিলেন, কিন্তু এসেছেন, তাই আমাদের জিততেই হত। তিনি কোনও বেকারি খুঁজে পাননি, কিন্তু আমি নিশ্চিত তিনি আজ রাতে আমার জন্য কিছু বিশেষ কিছু রেখেছেন।’
আরও পড়ুন … ১০৩টে ক্যাচ মিস! শেষ ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ ফিল্ডিং হয়নি, চিন্তায় উদ্যোক্তারা
মুম্বই ইন্ডিয়ান্স এবার খারাপ শুরু কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
টানা চারটি ম্যাচ জিতে ফেলা প্রসঙ্গে সূর্য বলেন, ‘আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামা খুব দরকার ছিল, কারণ আমরা ভালো ক্রিকেট খেলছিলাম এবং সেই ছন্দ বজায় রাখাটা জরুরি ছিল। টানা চারটা ম্যাচ জেতা দারুণ অনুভূতির বিষয়। রোহিত শর্মা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে।’
আরও পড়ুন … আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকেই করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা
প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং টানা দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। তিনি ৪৬ বলে ৭০ রান করেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ৩টি ছয়। সূর্য জানান, রোহিতের কারণে তাঁর ব্যাটিং অনেক সহজ হয়ে গিয়েছিল, কারণ তাঁরা দুজনে মিলে তৃতীয় উইকেটের জন্য ৫৩ রানের জুটি গড়েছিলেন। সূর্যকুমার যাদব বলেন, ‘তিনি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছিলেন, আমি শুধু সঠিক টেম্পোয় ব্যাট করছিলাম। ও রান করছে, এটা দলের জন্য একটা খুব ভালো দিক।’