এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অদ্ভূত এক রেকর্ড তৈরি করেছে। যেখানে তাঁরা ঘরের মাঠে সব ম্যাচেই হেরে চলেছেন, আর অ্যাওয়ে ম্যাচে অর্থাৎ প্রতিপক্ষের স্টেডিয়ামে গিয়ে টানা জিতেই চলেছে। এবারের আইপিএলে চিন্নাস্বামীতে এখনও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি বিরাট কোহলিরা। আর সব থেকে নজরকাড়া বিষয় হল, চিন্নাস্বামীর মাঠে প্রাক্তনীরাই নজর কেড়েছেন পুরনো দলের বিরুদ্ধে, যেমন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
চিন্নাস্বামীতে আজ RCB-RR দ্বৈরথ
আজ রয়েছে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। রাহুল দ্রাবিড় এই আইপিএল দলেরই প্রাক্তনী, তিনিও আরসিবিতেই আইপিএল শুরু করেন। তাঁদের প্রথম অধিনায়কও দ্রাবিড়ই। রাজস্থানও রয়েছে বড্ড চাপের মধ্যে, কারণ টানা চার ম্যাচে হেরে কার্যত প্লে অফ হাতছাড়া হয়ে যেতে বসেছে গতবারের অন্যতম ধারাবাহিক এই দলের।
রাজস্থানে কি RCBর কেউ আছে?
আরসিবির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই এবার সাংবাদিক সম্মেলনে এসে এক মজাদার মন্তব্য করলেন রাজস্থানের বর্তমান হেডস্যার। তিনি বলেন, ‘আমাদের দলে কি কোনও আরসিবিতে গতবার খেলা ক্রিকেটার রয়েছে? তাহলে তাঁকে প্রথম একাদশে সরাসরি খেলানো হবে ’। এই কথা বলেই রাহুল দ্রাবিড় হেসে ফেলেন। অর্থাৎ বলাই বাহুল্য, তিনি আরসিবির প্রাক্তনীদের পারফরমেন্সে মুগ্ধ হয়েই এই কথা বলেছেন।
রাজস্থানে RCB-র দুই প্রাক্তনী রয়েছে
রাজস্থান রয়্যালসে গতবার আরসিবিতে খেলা প্লেয়ার না থাকলেও ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং সিমরন হেতমায়ের, দুই রাজস্থানের ক্রিকেটারই অতীতে আরসিবির হয়ে খেলেছেন। একবার তো হাসারাঙ্গা আরসিবির সর্বোচ্চ উইকেটের মালিকও ছিলেন কয়েক বছর আগে।
বাড়তি আবেগে ভাসতে নারাজ দ্রাবিড়
ম্যাচের আগে দ্রাবিড় অবশ্য কোনওরকম বাড়তি আবেগে ভাসতে নারাজ। তিনি বলছিলেন, ‘আমি ঘরে ফেরা বা হোম টিমের বিরুদ্ধে খেলা, এমন বিষয় হিসেবে ভাবি না, সত্যি কথাই বলছি। আমি শুধুই ভালো ক্রিকেট ম্যাচ দেখতে চাই। আমি জানি আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কিছু ম্যাচ একটুর জন্য হাতছাড়া করেছি, তবে আমরা ভালো খেলেওছি। এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে কয়েকটা বল এদিক ওদিক হলেই আমাদের পজিশন অন্যরকম হয়ে যাবে। তবে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ভালো ক্রিকেট খেলতে হবে ’।