আটকে যেতে বসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি ‘দেবী চৌধুরানী’র মুক্তি? টলিপাড়ায় শোনা যাচ্ছে, এমনই গুঞ্জন। প্রথমে শোনা যাচ্ছিল ১ মে মুক্তি পাবে ছবিটি। তবে তারপর আর কোনও খবর নেই। প্রসঙ্গত, কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে ছবি নিয়ে ধোঁয়াশাই কাটানোর চেষ্টা করেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং তাঁর টিম। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।
কিন্তু কেন অথৈ জলে ‘দেবী চৌধুরানী’র মুক্তি?
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, প্রযোজক নাকি অনেকেরই প্রাপ্য পারিশ্রমিক মেটাননি, আর সেকারণেই অনেকে ক্ষুব্ধ। কিন্তু এবিষয়ে কী বলছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র?
তিনি অবশ্য এই পারিশ্রমিক মেটানোর গুঞ্জন মানতে নারাজ। শুভ্রজিৎ মিত্র এবিষয়ে আনন্দবাজারকে জানান, কেন এমন আলোচনা হচ্ছে জানি না। শুক্রবারই আমেরিকা থেকে ছবির প্রযোজক কলকাতায় আসছেন।
আরও পড়ুন-পহেলগাঁও জঙ্গি হামলায় শোকস্তব্ধ, কোটি টাকার ক্ষতি হবে জেনেও বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং
এমন আলোচনায় বিরক্ত শুভ্রজিৎ বলেন, বাঙালি আসলে কাঁকড়ার জাত। কারও উন্নতি সহ্য করতে পারে না। তাই এই সব আলোচনা করছে। তিনি বলেন, তাঁদের লাইভটা যদি কেউ দেখেন তা হলেই বুঝতে পারবেন এই সবই ভুয়ো খবর। পরিচালক জানান, খুব শীঘ্রই 'দেবী চৌধুরানী'র মুক্তির দিন ঘোষণা হবে। শুভ্রজিৎ-এর অনুরোধ 'আমাদের ছবি নিয়ে গুজব ছড়ানো বন্ধ হোক।'
প্রসঙ্গত, ‘দেবী চৌধুরানী’ ছবিতে এক্কেবারে অন্য ভূমিকায় দেখা যেতে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়কে। ছবিতে কেন্দ্রীয় ভূমিকাতে রয়েছেন তিনি। অন্যদিকে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ।
জানা যায়, উত্তর কলকাতা সহ পুরুলিয়া, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং করা হয়েছে। বাদ যায়নি বীরভূম, বিহারের কিছু অংশ। এই ছবির জন্য লাঠি খেলা, ঘোড়া চালানো সহ নানা অস্ত্র বিদ্যা শিখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।