সোশ্যাল মিডিয়ায় এদিন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে সেই মহিলাকে প্রথমে দেখা যাচ্ছে মহাকুম্ভের সমস্ত ব্যবস্থাপনার প্রশংসা করতে। প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। কিন্তু যেই পদপিষ্টের ঘটনাটি ঘটল, হুড়োহুড়ি বাঁধল তখনই বদলে গেল তাঁর সুর। আর এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিদ্রুপ শুরু নেটপাড়ার।
কী ঘটেছে?
যে ভিডিয়ো দুটো ভাইরাল হয়েছে সেখানে প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই ইনফ্লুয়েন্সার একটি লাল শাড়ি পরে তাঁর দেহরক্ষী এবং কিছু আয়োজকদের সঙ্গে মৌনী অমাবস্যার আগের রাতে মহাকুম্ভের ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। যে কত ফাঁকা জায়গা, স্নান করার জন্য যে ঘাট বানানো হয়েছে সবই। সেখানে তাঁকে বলতেও শোনা যায় যে মৌনী অমাবস্যার দিন তিনি কী কী করবেন। কেন এই তিথির নাম মৌনী অমাবস্যা, ইত্যাদি। তিনি সেই ভিডিয়োতে জানান আগামীকাল (অর্থাৎ মৌনী অমাবস্যার দিন) তিনি এখানে স্নান করবেন, রুদ্রাভিষেক ইত্যাদি করবেন।
আরও পড়ুন: সা রে গা মা পা -এ 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকস্টার
একই সঙ্গে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি পদপিষ্ট হওয়ার ঘটনা, মহাকুম্ভে মৃত্যু মিছিল হওয়ার পর একেবারেই সুর বদলে ফেলছেন। কাঁদছেন। একই সঙ্গে জানাচ্ছেন তিনি একা হাতে কতজনকে বাঁচিয়েছেন। বা তাঁকে কীভাবে বাঁচানো হয়েছে। তাঁর চোখে মুখে তখনও রীতিমত আতঙ্কের ছাপ লেগে।
এই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করে এক মহিলা লেখেন, 'একই মহিলার দুটো ভিডিয়ো। একটা মহাকুম্ভের PR করছেন, আরেকটা পদপিষ্ট হওয়ার ঘটনার পর।' সেখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। কেউ বিরোধিতা করেছেন এই পোস্টের, কেউ সমর্থন করেছেন।
আরও পড়ুন: 'একটা আস্ত অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম', বিনোদিনী নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?