১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রেইড ২'। শুক্রবার মুক্তি পেল ছবির টিজার। টিজারে অজয় দেবগন ও রীতেশ দেশমুখের কথোকথনের একটা ছোট্ট ঝলক দেখা গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে হানি সিংয়ের গানও। টিজারটি দেখে দর্শকরা যে বেশ উৎসাহী হয়ে পড়েছেন তা বলাই বাহুল্য।
‘রেইড ২’-এ অজয়-রীতেশের ঠাণ্ডা লড়াই!
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রেইড ২'। শুক্রবার মুক্তি পেল ছবির টিজার। টিজারে অজয় দেবগন ও রীতেশ দেশমুখের কথোকথনের একটা ছোট্ট ঝলক দেখা গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে হানি সিংয়ের গানও। টিজারটি দেখে দর্শকরা যে বেশ উৎসাহী হয়ে পড়েছেন তা বলাই বাহুল্য। 'রেইড ২'-এর টিজার শেয়ার করে অজয় লিখেছেন, ‘৭৪ তম রেইড এবং ৪২০০ কোটি টাকা। এবারের খেলা হবে সবচেয়ে বড়।’
টিজার শুরু হয় বাইকের একটি দৃশ্য দিয়ে। পেছন থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এই ট্যাক্স কেসটা তখনই একটা ফাইল দিয়ে সমাধান করা যেত।’ তখন অন্য এক ব্যক্তি বলে 'এই সরকারি অফিসারের জন্য রাজাজীর সেনাবাহিনী ডাকার কী দরকার ছিল?' তাছাড়াও ‘অময় পট্টনায়েক’-এর চরিত্রে অজয় দেবগনকে প্রবেশ করতেও দেখা গিয়েছে।
নেতা ‘দাদাভাই’-এর লুখে দেখা গিয়েছে রীতেশ দেশমুখকে। টিজারে দেখা যায় তার বাড়িতে রেইড করার জন্য প্রস্তুতি নেওয়া। তবে ‘দাদাভাই’ও খুব একটা সোজা মানুষ নয়। তাই সেও তৈরি তার পাশার দান নিয়ে। এরপরই রীতেশ ও অজয়ের মধ্যে টেলিফোনিক কথোপকথনেই বেশ একটা ঠাণ্ডা লড়াইয়ের আভাস পাওয়া যায়।
টিজার প্রকাশ্যে আসতে তা দর্শকদের মধ্যে উত্তেজনা যে বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে তা বলাই যায়। টিজার দেখে একজন লিখেছেন, ‘আরে এই টিজার দারুণ হয়েছে।’ আর একজন লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ আর এক দর্শক লেখেন, 'রীতেশ দেশমুখকে টিজারেই অসাধারণ লাগছে।'