
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের অন্যতম হিট এবং আদুরে জুটি হলেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। সদ্যই তাঁরা তাঁদের নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল সেরে ফেলেছেন। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের খবর। জানা গিয়েছে মার্চের ১৩ তারিখেই তাঁদের চার হাত এক হবে।
২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন। ভ্যালেন্টাইন্স ডেতেও তাঁরা আদুরে পোস্ট করেছিলেন একটি। সেখানেই অভিনেত্রী এমন ভাবে সেই পোস্টের ক্যাপশন লেখেন যা দেখে তাঁদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকেই।
আরও পড়ুন: 'যবে থেকে তেলুগুর রিমেক বানাচ্ছে...' নিম্নমানের ছবি বানাচ্ছেন বাঙালিরা! টলিউড নিয়ে তোপ অনুরাগের
আরও পড়ুন: 'ঘর থেকে পেট ভরে খেয়ে যাও যাতে...' ইভেন্টে গিয়ে আধপেটা খেয়ে থাকতে হয়! কেন এমনটা বললেন সুস্মিতা?
এদিন কৃতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছিলেন 'লেটস মার্চ টুগেদার।' আর এখানে মার্চ শব্দটির উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। আর সেখানে পুলকিত কমেন্টে লেখেন, 'আই ডু।' এসব দেখেই তাঁদের ভক্তরা অনুমান করছেন যে কৃতি এবং পুলকিত আগামী মার্চ মাসেই ছাদনাতলায় যাচ্ছেন।
বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে কৃতি এবং পুলকিত এই বছরই বিয়ে করছেন এবং তাঁদের বিয়ের তারিখও ফিক্স হয়ে গিয়েছে। আর সেই বিশেষ দিনটি হল মার্চের ১৩ তারিখ। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। যদিও কোথায় বিয়ে হবে তাঁদের কী কী হবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: কাজের ফাঁকে শাহরুখকে উত্তেজিত করার চেষ্টা কাজলের! আচমকাই ভাইরাল কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
কিছুদিন আগেই নিজেদের এনগেজমেন্ট সেরিমনির ছবি পোস্ট করেছিলেন কৃতি এবং পুলকিত। সেখানে অভিনেত্রীকে রয়েল ব্লু রঙের আনারকলি পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে নিয়েছিলেন পিচ রঙের ওড়না। পুলকিতের পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের কুর্তা। দুজনেই সেই ছবিতে তাঁদের আংটি দুটোকে দেখান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports