
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আজ থেকে ২৯ বছর আগে ভারত তার প্রথম মিস ইউনিভার্সকে পেয়েছিল। প্রথমবারের জন্য মুকুট জিতেছিলেন সুস্মিতা সেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এই খেতাব জয়ের পর তিনি শিখেছেন যে টেবিলে বসে কীভাবে খেতে হয়। কার্লি টেলসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি তার আগে টেবিল মানার্সের কিছুই জানতেন না। আর তখনই তাঁকে মেক্সিকোতে একটি অফিসিয়াল ডিনারে খেতে যেতে হয়েছিল।
আরও পড়ুন: 'সারাক্ষণ কিচিরকিচির...' বরকে ননদ বলে ডাকেন লোপামুদ্রা! নিন্দে শুনে সৌরভকে কী বললেন জয়?
কার্লি টেলসকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, 'মিস ইউনিভার্স জয়ের আগে আমি টেবিল ম্যানার্স শিখিনি। এটা জয়ের পর ওরা আমায় মেক্সিকোতে পাঠিয়েছিল। আমি তখন সদ্য ১৮ এ পা দিয়েছি, কালক্রমে কখনও ইংরেজিতে কথা বলতাম। আমি ওখানে গিয়ে খিদেয় ছটফট করছিলাম। লাস্টে বাধ্য হয়ে আমার ট্রাভেলার ম্যানেজারকে বলি আমি খিদেয় মরে যাচ্ছি। খুব খিদে পেয়েছে। তখন ও আমায় বলি বাকি সবারও খিদে পেয়েছে। কিন্তু তুমি প্রধান অতিথি। তাই তুমি না শুরু করলে ওরা কেউ খেতে পর্বে না।'
আরও পড়ুন: কাজের ফাঁকে শাহরুখকে উত্তেজিত করার চেষ্টা কাজলের! আচমকাই ভাইরাল কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
তিনি এদিন আরও বলেন, 'আমার মনে হচ্ছিল আমি এই জায়গাটার জন্যই না। আমার তখন মনে হচ্ছে ঘর থেকে পেট ভরে খেয়ে যাও যাতে ওখানে গিয়ে খিদে না পায়। খিদে পেলেও ওখানে বলতে হয় না আর না থ্যাঙ্ক ইউ। কারণ এটা দেখেই সবাই ভাববে যে আপনি খুব স্ট্রিক্ট ডায়েট মেনে চলেন।'
সুস্মিতা সেনকে শেষবার আরিয়া সিজন ৩ সিরিজে দেখা গিয়েছিল। এটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে। এখানে সুস্মিতা ছাড়াও আছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ।
৳7,777 IPL 2025 Sports Bonus