শাহরুখ খান এবং কাজলের জুটি বলিউডের অন্যতম হিট রোম্যান্টিক জুটি। তাঁদের এই জনপ্রিয় জুটির অন্যতম সেরা ছবি হল কভি খুশি কভি গম। বলিউডের সুপারহিট ছবিও বটে এটি। দেখতে দেখতে সেই ছবির মুক্তির পর ২২ বছর কেটে হয়েছে। এখন আচমকাই এখান থেকে শাহরুখ এবং কাজলের একটি অদেখা ভিডিয়ো ভাইরাল হয়েছে।
শাহরুখ কাজলের কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
কভি খুশি কভি গম ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল শাহরুখ এবং কাজলকে। তাঁদের এই হিট জুটির একটি রোম্যান্টিক দৃশ্য বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই ছবি থেকে। সম্প্রতি সেই ডিলিট হয়ে যাওয়া ক্লিপটি প্রকাশ্যে এসেছে এবং রীতিমত ভাইরাল হয়েছে। দর্শকরা মূলত শাহরুখ এবং কাজলের ভক্তরা যারপরনাই খুশি হয়েছেন সেই ক্লিপ দেখে।
আরও পড়ুন: 'সারাক্ষণ কিচিরকিচির...' বরকে ননদ বলে ডাকেন লোপামুদ্রা! নিন্দে শুনে সৌরভকে কী বললেন জয়?
এই দৃশ্যে দেখা যাচ্ছে কিং খান যখন মন দিয়ে কাজ করার চেষ্টা করছেন তখনই কাজল তাঁকে রীতিমত উত্তেজিত করার চেষ্টা করছেন। এই রোম্যান্টিক দৃশ্যে খানিক কমেডির পাঞ্চও আছে অবশ্য। কাজলের পরনে কালো চুড়িদার। শাহরুখ সাদা শার্ট পরে আছেন।

কভি খুশি কভি গমের ভাইরাল সিন

কভি খুশি কভি গমের ভাইরাল সিন
কে কী বলছেন?
ভিডিয়োটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। এক ব্যক্তি রি ক্লিপ দেখে রেডইটের সেই পোস্টে লেখেন, 'উফ! ওদের কেমিস্ট্রি খালি দেখো। বলিউডের অন্য কোনও জুটি আর ওদের ধারেপাশে আসবে না। অনেকেই ভাবেন শাহরুখ রানি, শাহরুখ ঐশ্বর্য বা শাহরুখ দীপিকার জুটি সেরা। কিন্তু কাজল আর শাহরুখের জুটি সবার উপরে।' আরেক ব্যক্তি লেখেন, 'এমনই ছবিটা বেশ লম্বা। আরও একটু লম্বা হলে কী ক্ষতি হতো?'
আরও পড়ুন: 'পুরো যাত্রা পার্টি!' গান গেয়ে গেয়ে সরস্বতীর পাশে বসেই পুজোর যজ্ঞ! মহিলা পুরোহিতের কাণ্ডে হাসছে নেটপাড়া
আরও পড়ুন: মুক্তি পেতে না পেতেই ৬ দেশে নিষিদ্ধ করণের লাভ স্টোরিয়ার ষষ্ঠ পর্ব! কেন?
কভি খুশি কভি গম প্রসঙ্গে
২০০১ সালে মুক্তি পেয়েছিল কভি খুশি কভি গম। এই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর, প্রমুখ। রানি মুখোপাধ্যায়কেও বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিতে প্রায় ২০ বছর পর সিলসিলা ছবিটির পর আবার জুটি বেঁধেছিলেন অমিতাভ এবং জয়া। কভি খুশি কভি গমের একাধিক দৃশ্য, সংলাপ আজও সুপারহিট। মূলত হেলিকপ্টার থেকে শাহরুখের নামার দৃশ্যটি।