Pathaan Trailer out now: অবশেষে মুক্তি পেল বহু প্রতিক্ষীত ‘পাঠান’-এর ট্রেলার। একের পর এক চোখ ধাঁধাঁনো অ্য়াকশন দৃশ্যে পর্দা কাঁপিয়েছেন শাহরুখ-দীপিকা-জন। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। দেখুন ছবির ট্রেলার-
প্রকাশ্যে এল পাঠান-এর ট্রেলার
অপেক্ষার অবসান। মুক্তি পেল ‘পাঠান’-এর ট্রেলার। শাহরুখ খান, দীপকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ছবি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
ট্রেলারের শুরুতে শোনা গিয়েছে গিয়েছে ডিম্পল কাপাডিয়ার ভয়েস ওভার। জন আব্রাহামের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে একটি ব্যক্তিগত সন্ত্রাসী গোষ্ঠীর মিশন নিয়ে ব্যাখ্যা করেছেন ডিম্পল। যাঁরা বড় কোনও আক্রমণের ছক কষেছে। তাঁদের টার্গেট ভারত। তার সঙ্গেই লড়াই করতে আসছে ‘পাঠান’। ‘বনবাস’ (নির্বাসন) কাটিয়ে ফিরছে সে।
এরপরই ট্রেলারে এন্ট্রি হয় শাহরুখের। ভারী কণ্ঠস্বরে পাঠান শাহরুখের মুখে সংলাপ, ‘পাঠানের ঘরে পার্টি করতে আসলে খাতিরদারি দিতে তো পাঠান আসবেই। বাজিও পাঠানই ফাটাব।’ একের পর এক চোখ ধাঁধাঁনো অ্য়াকশন দৃশ্যে পর্দা কাঁপাতে দেখা যাবে তাঁকে। আরও পড়ুন: 'ভেঙে গেল'! চোট পেলেন ‘শেহজাদা’র সেটে, ব্য়থায় বরফ ডলতে ডলতে ছবি দিলেন কার্তিক
যশ রাজের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ট্রেলারে শাহরুখের কাছে দীপিকার সাফ মন্তব্য, পাঠানোর মতোই সেও দেশের সৈন্য। তাই এই মিশনে তাঁরা একসঙ্গে কাজ করতে পারেন, ‘তুমি করতে চাও, নাকি বেরিয়ে যেতে চাও?’ শাহরুখ-জনের মুখোমুখি অ্য়াকশনের ঝলকও দেখা গিয়েছে ট্রেলারে। দেখুন ছবির ট্রেলার-