ছোট পর্দার পরিচিত মুখ মনীষা মন্ডল। এখন তিনি বাংলার ঘরের মেয়ে 'রাঙামতী'। মেগায় তাঁর তীরন্দাজীর ম্যাজিক আর অভিনয়ের গুণে সকলের মনে জায়গা করেছেন মনীষা। তবে এবার একেবারে বিয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী। তবে কী সাতপাকে বাঁধা পড়লেন নাকি? ব্যাপার কী?
আরও পড়ুন: নাম না করে অপূর্বাকে প্রেমে প্রতারণা নিয়ে খোঁচা! প্রাক্তনকে কড়া জাবাব রেবেল কিডের
শুক্রবার মনীষা নিজের নতুন কনে বেশের ছবি প্রকাশ্যে এনেছেন। টুকটুকে লালা বেনাসরী, মাথায় ভেল, কপালে লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, গলায় নেকলেস, ঝোলা হার, হাতে বালা, শাঁখা-পলা, কানে কান ফুল পরে একদম নতুন কনের সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। খোঁপায় সাদা গোলাপ, হাতে গাছকৌট নিয়ে বেশ মিষ্টি লাগছিল নায়িকাকে।
কিন্তু হঠাৎ কেন এমন পোস্ট করলেন তিনি? তবে কি এবার চুপিচুপি বিয়ের সারলেন মনীষা? আরে না না, একটা ফটো শ্যুটের জন্যই মনীষা এমন সেজে ছিলেন। রূপসজ্জা শিল্পী রূপ চট্টপাধ্যায় নায়িকাকে এমন মিষ্টি কনের বেশে সাজিয়ে ছিলেন। আর সেই ছবি ভাগ করে নেন মনীষা।
তাঁর এই সুন্দর ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘কী দারুন লাগছে।’ আর একজন লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমায় দিদি।’ আর এক নেটিজেন লেখেন, ‘খুব খুব সুন্দর লাগছে তোমাকে, খুব মিষ্টি হাসি।’ আর একজন লেখেন, ‘কি মিষ্টি লাগছে দিদি।’ আর একজন লেখেন, ‘সত্যিকার বউ বউ লাগছে।’
কাজের সূত্রে, ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘রাঙামতী’র ভূমিকায় নজর কেড়েছেন মনীষা মণ্ডল। ইতিমধ্যেই তাঁর অভিনয়ের গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু পর্দার 'রাঙা' মতো বাস্তব জীবনেও অনেক বাঁধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে হয়েছে মনীষাকে। মুর্শিদাবাদের মেয়ে মনীষা। শুরু থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। তবে বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে শিক্ষকতা করবে, পড়াশোনা করবে। কিন্তু নিজেকে বরাবর পর্দায় দেখতে চেয়েছিলেন তিনি। তাই প্রাথমিক ভাবে কলকাতায় এসে পড়াশুনার পাশাপাশি থিয়েটারে যোগ দিয়েছিলেন নায়িকা। তার পর সেখানে অভিনয়ের সুবাদেই ধারাবাহিকের সুযোগ আসে। আর প্রথম সুযোগেই তিনি হয়ে ওঠেন মেগার মুখ্য চরিত্রে।