কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছিল। সেখানে খুব অল্প সময়ের জন্য নজর কেড়েছিলেন নুসরত জাহান। তিনি যে এই ছবিতে একটি আইটেম সং-এ রয়েছেন তা আগেই জানা গিয়েছিল এবার প্রকাশ্যে এল সেই গান।
শুক্রবার ‘রক্তবীজ ২’-এর দ্বিতীয় গান 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস…', মুক্তি পাওয়ার কথা ছিল। সেই মতোই এদিন মুক্তি পায় ছবির নতুন গান। এই গানেই হট লুকে ফের উষ্ণতার পারদ চড়ালেন নুসরত জাহান। কখন সাইকেলে তো কখন বিড়ি হাতে দিলেন চমক। উইন্ডোজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই গান প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। গানটির ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেশের সীমান্ত হোক কিংবা নারী-পুরুষের শরীর, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না! ‘রক্তবীজ ২’ আসছে বড় পর্দায় এই দুর্গা পুজোয়।’
আরও পড়ুন: ছবিতে কাজ করার জন্য দেব কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলেন! তারপর নায়িকা কী করেছিল জানেন?
এর আগে এই ছবির প্রথম গান ‘ও বাবুর মা’ মুক্তি পেয়েছিল। তবে সেই গান মুক্তি পাওয়ার পর দর্শকরা প্রশংসায় ভরে দিয়েছিলেন নির্মাতাদের। কিন্তু এই গান প্রকাশ্যে আসতেই বেশ বিরক্ত নেটিজেনরা। নানা কটাক্ষে ভরে দিয়েছেন তাঁরা।
একজন লেখেন, ‘কী হয়েছে উইন্ডোজ? কী জঘন্য গান।’ আর একজন লেখেন, ‘কী গান এটা?’ আর এক নেটিজেন লেখেন, ‘ফালতু।’ আর এক জন কমেন্ট করেন, ‘এটা গান? এটা কারুর ভালো লাগতে পারে? আগেও বাংলাতে কত ভালো ভালো বাংলা আইটেম সং হয়েছে। এটা সব থেকে বাজে।’ আর একজন লেখেন, ‘গানটা ভালো লাগলো না। 'রক্তবীজ', 'বহুরূপী'র যে আইটেম সংগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল।’ আর একজন আবার মিমির প্রসঙ্গে টেনে বলেন, ‘মিমি চক্রবর্তীর বিকিনি সংটা রিলিজ করে দিন না তাড়াতাড়ি, ছবির প্রধান আকর্ষণ তো মিমিই।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, কাঞ্চন মল্লিক এবং কৌশানী মুখোপাধ্যায়কে।
‘রক্তবীজ’ ছবিতে মূলত তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এবারের গল্পে ফুটে উঠবে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’।