অপূর্বা মুখিজা সবসময়ই কোনও না কোনও কারণে চর্চায় থাকেন। 'দ্য রেবেল কিড' নামে খ্যাত অপূর্বা কিছুদিন আগেই 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' শোতে তাঁর মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। আর এবার তিনি তাঁর প্রেম জীবনের জন্য রয়েছেন চর্চায়। সম্প্রতি, অপূর্বার প্রাক্তন প্রেমিক উৎসব দাহিয়া তাঁর নাম না করে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগ নিয়ে প্রথমবারের মতো, অপূর্বা মুখ খুললেন, দিলেন জবাব দিয়েছেন।
আরও পড়ুন: ছবিতে কাজ করার জন্য দেব কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলেন! তারপর নায়িকা কী করেছিল জানেন?
অপূর্বা উৎসবকে কী উত্তর দিলেন?
অপূর্ব তাঁর মক্তব্যের জন্য সব সময় আলোচনায় থাকেন। এবার প্রাক্তন প্রেমিক উৎসব দাহিয়ার অভিযোগের পরও তিনি মুখ খুললেন। টেলি চক্করের একটি প্রতিবেদন অনুসারে, দ্য রেবেল কিড সম্প্রতি উৎসবের একটি ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, ‘সত্যি সব সময় বেরিয়ে আসে বাবু, এটা কেবল সময়ের অপেক্ষা।’ অপূর্বার এই মন্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। নেটিজেনরাও এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: ‘কোন গোপনে মন ভেসেছে’ কি শেষ হয়ে যাচ্ছে? 'সব কিছুর একটা শেষ থাকে…', যা বললেন পর্দার 'শ্যামলী' শ্বেতা
আরও পড়ুন: অষ্টম দিনেও বক্স অফিসে টক্কর ‘কুলি’ ও ‘ওয়ার ২’-র! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, রজনীকান্ত না হৃতিক রোশন?
আরও পড়ুন: দ্বিতীয়বার মা হওয়ার পর ফের সুখবর দিলেন মানসী! ‘সকলকে গুডনিউজ…’, যা বললেন নায়িকা
প্রসঙ্গত, অপূর্বার প্রাক্তন প্রেমিক উৎসব দাহিয়া সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে ‘কিউট লিটল রেড ফ্ল্যাগ’ নামে একটি গান শেয়ার করেছেন। এই গানটি বেশ ভাইরাল হয়ে ওঠে। এই গানটি সামনে আনার সঙ্গে সঙ্গেই অনেকে অপূর্বার যোগসূত্র খুঁজে বের করেন। সরাসরি অপূর্বার নাম না করেই উৎসব তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। গানের কথা এবং ক্যাপশন দেখে তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।