মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনোদন ও সঙ্গীত জগতের শিল্পীদের মহানায়ক পুরস্কারে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকে মেগার গল্প নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার ধারাবাহিকেই ব্যবহার করা হবে তাঁর গান? জানেন কোন মেগায় শোনা যাবে?
দ্য ওয়ালের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায় অন্যতম জনপ্রিয় তথা চর্চিত মেগা 'চিরসখা'য় মুখ্যমন্ত্রীর গান শোনা যাবে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘কমলিনী’ ও ‘স্বতন্ত্র’র ওঠা পড়ার নানা মুহূর্তে এই গান বেজে উঠতে শোনা যাবে। বাংলা ধারাবাহিকের ইতিহাসে এই ঘটনা যে আগে কখনও ঘটেনি তা তো বলাই বাহুল্য।
প্রসঙ্গত, কিছুদিন আগে মেগা নিয়ে বিরক্ত প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রয়েল ক্যারেক্টর, তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।’
তারপরই লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এতে কিন্তু লীনাদিদের হাতে নেই, এটা যাঁরা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি কেন? বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত অভিনব জিনিস আছে। তা না করে, কী করবেন? ও ওকে গুলি চালাচ্ছে। ও ওকে ছুরি মারছে। এগুলো আমি যেই দেখি, বন্ধ করে দিই।’ আর এবার সেই লীনার মেগাতেই তাঁর গান।
আরও পড়ুন: রবিবারেও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! ১০ দিনে মোট কত আয় করল মোহিত সুরির ছবি?
উল্লেখ্য, 'চিরসখা' অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক। এই মেগার নায়িকা কমলিনীর স্বামী চন্দ্র বেশ কিছুদিন হল ফিরে এসেছে। কিন্তু ফিরে এসে সে সকলের কাছে সত্যি গোপন করেছেন। কমলিনীকে ছেড়ে সে যে অন্যত্র ফের সংসার পেতে ছিল সোহিনীর সঙ্গে, তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করে কমলিনীর সম্পত্তি নিজের নামে করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কমলিনী সবটা বুঝতে পেরে চন্দ্রকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে চন্দ্র মিউচ্যুয়াল ডিভোর্সে রাজি না হওয়ার কারণে শেষে কোটে বিবাহবিচ্ছেদের মামলা করতে বাধ্য হয় কমলিনী। এখন মেগা জুড়ে টানটান উত্তেজনা। সেখানে এখন কোট রুম ড্রামা চলছে।