করিনা কাপুর খান মানেই স্টাইল আইকন। জামা থেকে জুতো, বেবো যা পরেন, সেটাই হয়ে যায় ফ্যাশনে ইন। কিন্তু তা বলে লুঙ্গি! হ্যাঁ, সমুদ্র সৈকতে রীতিমতো লুঙ্গি পড়ে ঘুরে বেড়ালেন বেবো। তাও আবার দেশের মাটিতে নয়, সুদূর গ্রিসের সমুদ্র সৈকতে একটি অনন্য স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেবো যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি হলুদ রঙের একটি বিকিনি পরে রয়েছেন, সঙ্গে পরে রয়েছেন একটি চেক চেক লুঙ্গি। মাথায় টুপি, চোখে রোদ চশমা এবং খোলা চুল সব মিলিয়ে গ্রিসের সমুদ্র সৈকতে রীতিমতো আগুন লাগালেন তিনি।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
ছবিগুলি পোস্ট করে দিয়ে লেখেন, ‘গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। ভীষণ মজা হল। সবার একবার ট্রাই করা উচিত।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, লুঙ্গি ডান্স এই কথাটির সঙ্গে যে অভিনেত্রী পরিচিত তিনি হলেন দীপিকা পাড়ুকোন। চেন্নাই এক্সপ্রেস সিনেমায় শাহরুখ এবং দীপিকার লুঙ্গি ডান্স গান আজও সমানভাবে বিখ্যাত।
দীপিকার সেই নাচ এবার ব্যক্তিগত জীবনে ট্রাই করলেন করিনা, তাও আবার বিদেশের মাটিতে। সত্যিই এমন একটি কাণ্ড ঘটানোর সাহস হয়তো বেবো ছাড়া অন্য কেউ ভাবতেই পারবেন না কখনও। সামান্য লুঙ্গিকেও কীভাবে স্টাইল স্টেটমেন্ট করে দেওয়া যায়, সেটা বিচক্ষণ জানেন অভিনেত্রী।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
করিনার এই অনবদ্য স্টাইল দেখে অনেকেই করিনাকে ‘দেশি গার্ল’ তকমা দিয়েছেন। আবার অনেকে বলেছেন, বিদেশে লুঙ্গি পরেছেন বলেই যে করিনাকে দেশি গার্ল বলা চলে না। তবে বিতর্ক যাই হোক না কেন, করিনার এই অন্যরকম স্টাইলিং গ্রিসের সৌন্দর্য্যকে যেন আরও শতগুণ বাড়িয়ে তুলেছে।