ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের পর এবার হাইকোর্টের নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের পরিচালক তথা প্রযোজক করণ জোহর। ১৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট মৌখিকভাবে রায় দেন, অনুমতি না নিয়ে পরিচালকের ছবি বা অন্য কোনও তথ্য ব্যবহার করা যাবে না।
১৫ সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার মামলাটি যখন প্রথম আদালতে আনা হয়, তখন বিচারপতি মনমিত পিএস অরোরা জানান, ব্যাপারটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার করা হবে। পরিচালকের আবেদনে বেশ কিছু ওয়েবসাইট এবং প্লাটফর্মকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
পরিচালকের আইনজীবী তরফ থেকে জানানো হয়, পরিচালকের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি বা ব্যক্তিগত কোনও কিছুই ব্যবহার করা যাবে না। এছাড়াও না অনুমতি নিয়ে পরিচালকের ব্যক্তিত্ব, মুখ বা কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না। বিভিন্ন জাল প্রোফাইল তৈরি করে করণ জোহরের নাম ব্যবহার করা হচ্ছে, অশ্লীল বিষয়বস্তু তৈরি করা হচ্ছে যেগুলি অবিলম্বে বন্ধ করা উচিত।
এছাড়াও পরিচালকের আইনজীবী রাজশেখর রাওয়ের তরফ থেকে আরও দাবি করা হয়েছে, বেশ কিছু ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মে অবৈধভাবে পরিচালকের মগ এবং টি শার্ট বিক্রি করা হচ্ছে, যা বিরত রাখা উচিত।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
যদিও ফেসবুক,ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা প্ল্যাটফর্মের আইনজীবী যুক্তি দেন, পরিচালকের যে ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছিল সেগুলি কোনটি আপত্তিজনক ছিল না। সাধারণ মানুষ মন্তব্য করেছেন এবং আলোচনা করেছেন সেই ছবি নিয়ে। ব্যঙ্গাত তো বা রসিকতা অথবা মানহানিকর কিছুই ব্যবহার করা হয়নি।।
১৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট মৌখিকভাবে ইঙ্গিত দেয়, পরিচালকের অনুমতি ছাড়া কোনও কিছু ব্যবহার করা যাবে না। আগামী শুনানির তারিখ দেওয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬।