পূজো মানেই নস্টালজিয়া এবং নতুন নতুন ছবির আগমন। এবার পুজোতেও একগুচ্ছ ছবি মুক্তি পাবে বড় পর্দায়। তবে সিনেমার পাশাপাশি দুর্গাপুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদা সিরিজের অন্তিম পর্ব। কোথায় কবে থেকে দেখা যাবে এটি?
পুজোর আমেজকে আরও কিছুটা বাড়াতে এবার মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘যত কান্ড কাঠমান্ডুতে’। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। সিরিজের ট্রেলার প্রকাশ্যে আছেই প্রতিবারের মতো এইবারেও নজর কেড়েছে ফেলুদার এবং জটায়ুর সেই জুটি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলারের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে, দুর্গাপুজোর আগেই ফেলুদার কাছে এসেছে নতুন কেস। তবে এই কেস সমাধান করতে গেলে দুর্গাপুজোতেই ফেলুদাকে পাড়ি দিতে হবে কাঠমান্ডু। তবে শুধু ফেলুদা একা নন, সুদূর কাঠমান্ডুতে ফেলুদার সঙ্গে পাড়ি দিলেন তোপসে এবং জটায়ু।
ক্লায়েন্টের মৃত্যুর পর যে কেস আসে ফেলুদার কাছে, সেই রহস্যের সমাধান করার জন্যই কাঠমান্ডু পাড়ি দেন তিনি। এই রহস্যের সমাধান করতে গিয়ে একাধিক সমস্যায় পড়তে হয় ফেলুদাকে, যদিও সেই সমস্ত সমস্যা হাতের তুড়িতে সমাধান করে দেন তিনি।
প্রতিবারের মতো এইবারেও ফেলুদা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তোপসের চরিত্রে কল্পন মিত্র এবং জটায়ুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়তে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আড্ডা টাইমসে দেখতে পাবেন এই নতুন সিরিজটি।
প্রসঙ্গত, ২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ সিরিজের হাত ধরে প্রথম ফেলুদাকে নিয়ে কাজ শুরু করেছিলেন সৃজিত। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘ভূস্বর্গ ভয়ংকর’। তখনই পরিচালক ঘোষণা করে দিয়েছিলেন, আর ফেলুদাকে নিয়ে কোনও সিরিজ তৈরি করবেন না তিনি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
যদিও পরিচালকের দাবি অনুযায়ী, ‘যত কান্ড কাঠমান্ডুতে’ প্রায় ছয় বছর আগে তৈরি হয়ে গিয়েছিল তাই চলতি বছর দুর্গাপুজোর সময় ওটিটি প্লাটফর্মেই অন্তিম সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক।