দিন কয়েক আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন ঝিলম গুপ্ত। তাঁর সঙ্গী হয়েছিলেন উন্মেষ গঙ্গোপাধ্যায়, প্রিয়ম ঘোষ, 'দ্য লেজি বং' দীপ্ত শঙ্কর বক্সী, অরিত্র বন্দ্যোপাধ্যায়ের মতো নেটমাধ্যমের চেনা মুখেরা। কিন্তু সেখানে গিয়ে ঠিক হলটা কী? আপাতত বারবার এই প্রশ্নেরই মুখে পড়তে হচ্ছে ঝিলমকে।অবশেষে উত্তর দিলেন ঝিলম। একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়ে দিলেন 'বুম্বাদা'র বাড়িতে ঠিক কী ঘটল। দেখা গেল, অভিনেতার বসার ঘরেই 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র গানে তুমুল নাচ শুরু করেছেন ঝিলমরা। আর ঠিক তখনই 'ইন্ডাস্ট্রি'র আবির্ভাব। এর পর ক্ষণিকের ছেদ পড়ে নেটমাধ্যমের ইনফ্ল্যান্সারদের নৃত্যে। খোশমেজাজে প্রসেনজিৎ বলে উঠলেন, 'আমার বাড়িতে এসে এটা কী নাচছ! আমার সঙ্গে নাচো, কারেক্ট নাচো।' ব্যস, তার পরেই ফের নাচ শুরু। 'বুম্বাদা'র তালে তাল মিলিয়ে আরও একবার নেচে উঠলেন ঝিলম এবং তাঁর সঙ্গীরা। ২৫ নভেম্বর মুক্তি পাবে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। আপাতত অভিনব সব কায়দায় ছবির প্রচার চালাচ্ছেন প্রসেনজিৎ। কখনও পৌঁছে যাচ্ছেন এসপ্ল্যানেড মেট্রোয়, কখনও আবার নেটমাধ্যমের চেনা মুখেদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবেন অভিনেতা ঋষভ বসু। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়।