ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্র অবাধ যাতায়াত জিতু কমলের। একদিকে যেমন ‘গৃহপ্রবেশ’ ছবিটি অভিনয় করেছেন তেমন অন্যদিকে অভিনয় করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। যে চরিত্রেই তিনি অভিনয় করুন না কেন, সব সময় সর্বত্র একইভাবে সাবলীল জিতু।
তবে অভিনয়ের পাশাপাশি জিতু কমল আরও যে একটি বিষয়ের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন, সেটি হল বিতর্ক। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে থাকেন তিনি, যা নিয়ে মাঝেমধ্যেই তৈরি হয় বিতর্ক। এবার আবার অভিনেতার একটি নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
২৩ অগস্ট সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে জিতু কমল লেখেন, ‘কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাৎকারে বহু সংখ্যক মানুষ আমাকে দ্যা অডিয়েন্স স্টার বলে সম্বোধন করছে। এর মানে কি জানা না থাকলেও, ভালোই লাগছে। ভনিতা করে তো লাভ নেই, সত্যি ভালো লাগছে।’
জিতু আরও লেখেন, ‘ভালো লাগছে কারণ 'দ্যা অডিয়েন্স স্টার' নাম কেনা অথবা আমার PR দের দেওয়া নয়। দর্শকদের দেওয়া, তারা যদি আমায় ৩-৪ অক্ষরের গালিও দেয় সেটাও আমি মাথায় করে রাখবো। তাদের ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই ছিল না থাকবেও না।'
আরও পড়ুন: অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের, ‘মিস করছি…’, লিখলেন আমির
আরও পড়ুন: 'মাথায় হাত পড়ে গিয়েছে...', হঠাৎ কী নিয়ে মন খারাপ অনিন্দিতার?
এত অব্দি তো ঠিক ছিল। তবে সবশেষে জিতু যা লিখেছেন, সেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিনেতা লেখেন, ‘জানি, গাত্রদাহে কিছু মহামানব আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে। বুনুন। আমি এবং আমরা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু। ধন্যবাদ আমার দর্শক। জয় মহাকাল।’
কাকে উদ্দেশ্য করে শেষের কটা লাইন লিখলেন জিতু? আবার কার সঙ্গে সমস্যা তৈরি হতে চলেছে? নাম না করে কাকে এই কথাগুলি বললেন তিনি? তবে কি আবার দিতিপ্রিয়ার সঙ্গে সমস্যা তৈরি হল? নাকি এবারের প্রতিপক্ষ অন্য কেউ? ‘নাম কেনা’ বলতে কী বোঝাতে চেয়েছেন তিনি? প্রশ্নটা থেকেই যাচ্ছে।