১৯৯৮, মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল-রানির 'কুছ কুছ হোতা হ্যায়'। আর এটা শুধু বলিউডেরই নয় কিং খান শাহরুখ খানের কেরিয়ারেও সেরা ছবি। এই ছবির গল্পের পাশাপাশি গানগুলোও মানুষের মন কেড়েছিল। এই ছবির জন্য গান লিখেছিলেন সমীর আনজান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতিকার সমীর আনজান বলেন, এই ছবির গান লেখার ক্ষেত্রে তিনিই প্রথম পছন্দ ছিলেন না। ছবির গানের জন্য শুরুতে জাভেদ আখতারের দ্বারস্থ হয়েছিলেন করণ জোহর। তবে সেসময় ছবির নাম এক্কেবারেই পছন্দ হয়নি জাভেদ আখতারের। তাঁর মনে হয়েছিল এই ছবির নামটি বড়ই অশ্লীল, আর তাই তিনি শাহরুখের ছবির জন্য গান লেখার প্রস্তাব খারিজ করে দেন।
দ্য ললনটপকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমীর আনজান বলেন, 'এই ছবির গানগুলো লেখার কথা ছিল জাভেদ আখতার। তবে ছবির নামটি তাঁর পছন্দ ছিল না। তাই তিনি গান লেখার প্রস্তাব শুরুতেই ফিরিয়ে দেন। উনি করণকে (করণ জোহর) ছবির নাম বদলে দিতে বলেছিলেন। বলেন, ছবির যদি নাম বদলানো হয়, তবেই তিনি এই ছবিতে কাজ করবেন, কারণ তিনি ছবির গল্প পছন্দ হয়েছে, তবে নাম পছন্দ হয়নি।
তবে করণের ছবির এই নাম নিয়ে তাঁর কোনো সমস্যা ছিল কিনা জানতে চাইলে সমীর আনজান বলেন, ‘ছবির নাম আমার অন্তত এক্কেবারেই অশ্লীল মনে হয়নি। আর সেসময় আমার বয়সও কম ছিল, তবে আমি এটার মধ্যে অশ্লীলতা কিছু খুঁজে পাইনি। পরে জানতে পারি, কুছ কুছ হোতা হ্যায় নাম নিয়ে জাভেদ সাহেবের অভিমত কী ছিল। আমি যখন এই ছবির জন্য গান লিখতে শুরু করি, তখন আমার বয়স ছিল অনেকটাই কম, আর তাই আমি প্রেমের অনুভূতিতে ডুব দিতে পেরেছিলাম। আর কুছ কুছ হোতা হ্যায়, এই অনুভূতি কখন হয়, যখন আপনি যখন প্রেমে পড়েন’