Janhvi Kapoor turns showstopper: গুজরাটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কার্টেন রাইজার ইভেন্টে শান্তনু এবং নিখিলের শোস্টপার হয়েছিলেন জাহ্নবী কাপুর। এ দিন কেমন সেজেছিলেন জাহ্নবী-
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শান্তনু এবং নিখিলের শোস্টপার জাহ্নবী কাপুর (ইনস্টাগ্রাম)
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ‘ফিল্মফেয়ার’। গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হচ্ছে এই অ্যাওয়ার্ড শো। ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কার্টেন রাইজার শনিবার গুজরাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন বসছে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। কার্টেন রাইজার ইভেন্টে অনেক তারকাই অংশ নেন। প্রথমদিন অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না।
শুরুর অংশ হিসাবে, ডিজাইনার শান্তনু এবং নিখিল একটি ফ্যাশন শো উপস্থাপন করেছিলেন, যেখানে শোস্টপার ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শান্তনু ও নিখিলের ডিজাইন করা আউটফিট পরে এ দিন ব়্যাম্পে চোখ ধাঁধানো লুকে ধরা দেন বলি ডিভা। শোয়ে সবথেকে বেশি ছিল কালো এবং সাইরেন লাল সহ অন্যান্য শেডের কয়েকটি আউটফিট। শোস্টপার কী পরেছেন? আরও পড়ুন: আচমকা সিনেমা হলে হাজির ‘ফাইটার’ হৃতিক, অনিল, করণরা, কী প্রতিক্রিয়া মিলল দর্শকদের থেকে