অভিনয় যে তার তাঁর রক্তে ছিল, অভিনয়কে যে তিনি গভীরভাবে ভালোবাসতেন, তা প্রমাণ হয়ে যায় রকস্টার সিনেমার একটি দৃশ্য থেকে। রকস্টার সিনেমায় নাতি রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এটাই ছিল শাম্মি কাপুরের শেষ সিনেমা। সিনেমার শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ ছিলেন।
রকস্টার সিনেমার পরিচালক ইমতিয়াজ আলি ছিলেন সেই দৃশ্যগুলির অন্যতম সাক্ষী, যেখানে অসুস্থতা থাকা সত্ত্বেও সমস্ত বাধা নিষেধ অতিক্রম করে সেটে শ্যুটিং করতে এসেছিলেন শাম্মি।
আরও পড়ুন: ৬ মাস পরে স্ত্রী ২-র প্রশংসায় পঞ্চমুখ করণ! কী বললেন তিনি?
আরও পড়ুন: শুধু আমন্ত্রণপত্র নয়, সায়ককে কোন স্পেশাল গিফট পাঠাল স্টার জলসা?
সম্প্রতি ফিল্ম শিলমির সঙ্গে কথা বলতে গিয়ে ইমতিয়াজ বলেন, শাম্মি কাপুর তখন ভীষণ অসুস্থ ছিলেন। ওঁকে দেখেই বোঝা যেত কি ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ওঁকে দিয়ে বারবার শ্যুট করাতেই ভীষন খারাপ লাগত কিন্তু কিছু করার ছিল না।
ইমতিয়াজ বলেন, একদিন একটি দৃশ্যে শ্যুট করার কথা ছিল ওঁর। সেদিন তিনি সরাসরি হাসপাতাল থেকেই সেটে চলে এসেছিলেন। একটি শট নেওয়ার পর আমার মনে হয়েছিল যতটা ভালো আসার কথা ততটাও ভালোবাসেনি ওই শটটা। ওঁর মুখে কোনও ব্যথার লেশমাত্র থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাই সেটা বারবার ফুটে উঠছিল মুখে।
আরও পড়ুন: এল মানালি-রাধিকার ‘দুগ্গামণি ও বাঘ মামা’র সম্প্রচারের সময়! টিআরপি কম, বন্ধ হচ্ছে এই মেগা?
ওঁর শারীরিক অবস্থার কথা জানা সত্ত্বেও আমি কিছুটা বাধ্য হয়ে ওঁর কাছে গিয়ে বলি যে আর একবার শটটা নিলে ভালো হত। উনি শুধু নিচের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে। আবার চেষ্টা করি। উনি এরপর ৩০ সেকেন্ড সময় নিয়ে ফের শট নেন এবং পরেরবার তাঁর মুখে যন্ত্রণার লেশমাত্র ছিল না। একজন মানুষ কতটা প্রফেশনাল হলে তবেই সমস্ত কষ্ট সরিয়ে রেখে এমন ভাবে অভিনয় করতে পারেন।
প্রসঙ্গত, কিডনির সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন শাম্মি কাপুর। ২০১১ সালে ১৪ আগস্ট কিডনির সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে রকস্টার ছিল তাঁর শেষ অভিনীত সিনেমা।