গতবছর সবথেকে আয়করী সিনেমা হিসেবে প্রথম স্থান ছিল স্ত্রী ২। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটি ছিল একটি হরর কমেডি সিনেমা। স্বল্প বাজেটে তৈরি হওয়া সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটি টাকার বেশি অর্থ আয় করেছিল। সিনেমা মুক্তির কয়েক মাস পর সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক করণ জোহর।
সম্প্রতি কোমল নাহতার সঙ্গে একটি সাক্ষাৎকারে করণ বলেন, স্ত্রী ২ বক্স অফিসে যেভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তা দেখে আমি ভীষণ খুশি। এটি এমন একটি চলচ্চিত্র, যে সিনেমায় বিশাল স্টার কাস্ট না থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে দারুন রেজাল্ট করেছিল।
আরও পড়ুন: বিয়ে হয়েও হইল না! ভুল চুক মাফ টিজার ভুলিয়ে দেবে সময়ের হিসেব
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্লাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো
পরিচালক বলেন, দীনেশ ভিজান এবং অমর কৌশিককে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমি সবসময় বলি একটি সিনেমার সাফল্যের পেছনে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বা পরিচালক নন, একজন অসাধারণ প্রযোজকও দায়ী। একটি সিনেমা যেভাবে সকলের সামনে প্রকাশ করা হয়, যেভাবে একটি দুর্দান্ত প্লাটফর্ম তৈরি করা হয়, তার ওপর অনেকটা নির্ভর করে সিনেমার সাফল্য।
করণ বলেন, সিনেমার সাফল্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল সিনেমার প্রকাশ করার ব্যবহৃত কৌশলগুলির ওপর নজর রাখা। সঠিক সময়ে বা সঠিক জায়গায় যদি সঠিক কৌশল ব্যবহার করা যায় তাহলে সেই সিনেমা অবশ্যই হিট হবে। ঠিক এই কারণেই একজন প্রযোজকদের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন সিনেমার সাফল্যের জন্য।
আরও পড়ুন: সোহা-কুণালের বিয়েতে মত ছিল না শর্মিলার! দাবি, ‘খুব অহংকার…’, সেটা মেয়ে না জামাইয়ের
আরও পড়ুন: শোভনের ডিভোর্স নিয়ে আদালতে সওয়াল মমতা অনুগামীর, রত্নার হাত ছাড়ল তৃণমূল? বৈশাখীকে বিয়ে এবার হল বলে
স্ত্রী ২ গত বছর ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্ব অসাধারণ সাফল্য অর্জন করেছিল। একজন মহিলা ভুতের গল্প নিয়ে তৈরি করা এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। বলা চলে, এই একটি সিনেমার ওপর ভর করে অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেকটাই এগিয়ে গেছেন শ্রদ্ধা।