রবীন্দ্রসঙ্গীত হোক বা মাটির গান সব কিছুতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গান তাঁর প্রাণ। তবে কেবল গান নয়, নানা সময় তাঁর ব্যক্তিগত জীবন প্রেম সবটাই উঠে এসেছে চর্চায়। তা নিয়ে কম কাটাছেঁড়ারও চলেনি। বার বার তাঁর জীবনের নানা খাতের আলোচনায় উঠে এসেছেন তাঁর প্রাক্তনরা। এবার সেই প্রাক্তনদের নিয়েই নানা কথা ভাগ করে নিলেন ইমন।
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তর একটি পডকাস্টে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন। গায়িকাকে বলতে শোনা গিয়েছে, 'প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বিবর্তিত হতে হতে গিয়েছি। যখন কোনও নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম, তা হতে আমাকে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা ক্রেটিড ওঁদেরকে দেব। প্রতিটা জিনিসে ভালো খারাপ সবটা রয়েছে। একটা সম্পর্কে দু'জন দম বন্ধ করে থাকার পরিবর্তে আমার মনে হয় মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানো অনেক ভালো। যাঁরা এসেছেন আমার জীবনে তাঁদের অনেক ধন্যবাদ। আর তাঁরা সকলেই যেহেতু সঙ্গীত জগতের মানুষ সবার গান শোনা এক এক রকমের, তাঁদের গান নিয়ে ভাবনা চিন্তা এক এক রকমের, জীবনদর্শন এক এক জনের এক এক রকমের। ফলে আমি সবটা দেখেছি, বুঝেছি, আর সৌভাগ্য বসত, সঙ্গীত জগতের মানুষ হিসেবে ওঁদের সঙ্গে থেকে আমি নিজে গানের ক্ষেত্রেও অনেক বিবর্তিত হয়েছি।'
আরও পড়ুন: 'আমার মেল ইগো…' স্ত্রী সোনালির কেরিয়ারের পথে বাধা দেওয়া নিয়ে আফসোস শঙ্করের
শেষে প্রাক্তনদের ফের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও খুব ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে আমার জীবনে ভালো আছি, খুশি আছি, আর যাতে আমরা সকলে সুস্থ ভাবে থাকতে পারি সেটাই চাইব।’
প্রসঙ্গত, ইমনের জীবনের অন্যতম চর্চিত প্রেম ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শোভন ইমনের থেকে বয়সে ছোটো ছিলেন, তাছাড়াও আর নানা পারিবারিক ও ব্যক্তিগত কারণে তাঁদের সম্পর্ক ভেঙেছিল। তবে তা নিয়ে সেই সময় কম আলোচনা হয়নি। বর্তমানে নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার পেতেছেন গায়িকা।
কাজের সূত্রে, রবীন্দ্রসঙ্গীত ও লোকগানের পাশাপাশি আধুনিক ও বাংলা ছবির জন্য প্লে-ব্যাকও করেছেন গায়িকা। এই গানের সুবাদেই তিনি ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। তাছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক পুরস্কার। এছাড়াও তাঁকে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল। তার আগের সিজনে ‘সা রে গা মা পা’তে মেন্টর হিসেবে ছিলেন ইমন।