
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হলিউডে লেখকদের স্ট্রাইকের জন্য দীর্ঘদিন ধরে আটকে ছিল গেম অব থ্রোনসের পরবর্তী ভাগ এ নাইট অব সেভেন কিংডমস: দ্য হেজ নাইটের মুক্তির ঘোষণার কথা। অবশেষে এই সিরিজের পরবর্তী ভাগের মুক্তির দিন প্রকাশ্যে এল। দ্য হলিউড রিপোর্টারের তরফে জানানো হয়েছে এই সিরিজটি তার মুক্তির দিন পেয়েছে। ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি সিইও ডেভিড জ্যাসল্যাভ জানিয়েছেন গেম অব থ্রোনসের পরবর্তী ভাগের নাম এ নাইট অব সেভেন কিংডমস: দ্য হেজ নাইট।
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
তিনি জানিয়েছেন 'নির্মাতা এবং এক্সিকিউটিভ প্রযোজক জর্জ আর আর মার্টিন বর্তমানে এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। এটা ২০২৫ সালের শেষ ভাগে ম্যাক্সে মুক্তি পাবে।'
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কেকের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
আরও পড়ুন: এবারের শীতেই ছাদনাতলায় যাচ্ছেন রূপসা! কবে বিয়ে করছেন সায়নদীপকে? মেনুতে থাকছে কোন চমক?
এর আগে শোনা গিয়েছিল গেম অব থ্রোনসের শেষটা নাকি সিরিজ হিসেবে আর আসবে না। বরং ট্রিলজি হিসেবে বড় পর্দায় মুক্তি পাবে। বাকি তেরো পর্ব তিনটি ছবিতে তুলে ধরবেন বলেই ঠিক করেছিলেন নির্মাতারা। কিন্তু যেমনটা প্ল্যান করা হয়েছিল তেমনটা হল না। তাই এই ট্রিলজির পরিকল্পনা বাতিল করেছে ছবির নির্মাতারা।
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফাইনালে বাংলার অনন্যা - শুভদীপ, আছেন আর কারা?
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
২০২০ সালে গল্পের লেখন মার্টিন জানিয়েছিলেন বাকি ১৩ পর্ব তিনটি সিনেমা হিসেবে নিয়ে আসা হবে। এই দুর্দান্ত ট্রিলজি দিয়েই শেষ হবে গেম অব থ্রোনস। কিন্তু নেটওয়ার্ক এক্সিকিউটিভদের বড় পর্দায় ছবিটা আনতে অনীহা। তাই সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। উল্টে আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে গেম অব থ্রোনস সিরিজের পরবর্তী ভাগ, দ্য হেজ নাইট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports