একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন। সেসময় কাপুর নন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়। বিয়েরও ঠিক ছিল, শাহিদকে একপ্রকার জামাই হিসাবে মেনেই নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় সেই সম্পর্ক। তবে সেসবই এখন অতীত, বহু পুরনো কথা। বর্তমানে শাহিদ ও করিনা দুজনেই নিজ নিজ ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি।
তবে প্রেম ভাঙার পর একসঙ্গে কখনও কথা বলতে দেখা যায়নি শাহিদ-করিনাকে। বিচ্ছেদের পরে 'উড়তা পঞ্জাব' ছবিতে একসঙ্গে কাজ করলেও একে অপরের সঙ্গে কোনও দৃশ্য ছিল না। এক অপরের সঙ্গে ছবির প্রচারও করেননি, শুধু ট্রেলার লঞ্চে একপ্রকার বাধ্য হয়েই একসঙ্গে এসেছিলেন। তবে সেসবই এখন অতীত। অনুরাগীদের চমকে দিয়ে শনিবার জয়পুরে আয়োজিত IIFA (আইফা) ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে কাছাকাছি এলেন দুই প্রাক্তন শাহিদ ও করিনা। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে সৌজন্যের খাতিরে আলিঙ্গনও করেন। এমনকি পাশাপাশিই দাঁড়িয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন-নানা পাটেকরের বিরুদ্ধে আনা তনুশ্রী দত্তের MeToo-র অভিযোগ খারিজ, কী জানাল মুম্বই আদালত?
আরও পড়ুন-ফের কাছাকাছি শাহিদ-করিনা, অজন্তেই তৈরি হয়ে গেল 'জব উই মেট'-এর সেই মুহূর্ত! তারপর?