পরিচালক সুনীল দর্শন তাঁর ক্যারিয়ারে অনেক ছবি তৈরি করেছেন। বেশিরভাগ ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি কিন্তু দর্শকরা ছবির গল্প দেখে মুগ্ধ হয়েছেন। এবার সুনীল অভিনেতা সানি দেওলের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়া প্রসঙ্গে নানা কথা ভাগ করে নিলেন। তিনি জানান কীভাবে সানি তাঁর বিশ্বাস ভঙ্গ করেছিলেন। তাঁর অভিযোগ সানি নাকি কখনও তাঁর টাকা ফেরত দেননি। তিনি জানান যে, অভিনেতার সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা খারাপ ছিল।
১৯৯৬ সালে সুনীল দর্শন সানি দেওলকে নিয়ে ‘অজয়’ ছবিটি তৈরি করেছিলেন। এই ছবির পরে, দু'জনের মধ্যে বিরোধ দেখা দেয়। সুনীল বলেন, ‘সানি দেওলের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব খারাপ ছিল। তিনি ‘অজয়’ ছবিটি বিদেশের ডিস্ট্রিবিশনের স্বত্ব নিয়েছিলেন এবং আমাকে টাকা দিতে হয়েছিল। তিনি বলেছিলেন, 'বড়দিনের সময়, যুক্তরাজ্যে ব্যাংক বন্ধ, আমি পরে টাকা দেব'। কিন্তু পরে তিনি বলেন, ‘আমার কাছে টাকা নেই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এটা ফেরত দিয়ে দেব। দয়া করে সাহায্য করুন।' সেই সময় তিনি ‘লন্ডন’ নামে একটি ছবি শুরু করছিলেন। সেই সময় আমিও ওঁর পাশে ছিলাম। এটা ওঁর ভুলে যাওয়া উচিত নয়।'
সুনীল দর্শন আরও বলেন, ‘সানি বলেছিল যে যদি আমি টাকা দিতে না পারি তাহলে তোমার সঙ্গে আরও একটি ছবি করব। আমি ওঁকে একটা গল্প শুনেছিলাম। পরে সেটা থেকে 'জানোয়ার' ছবিটা হয়। কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। বলেছিলেন এই গল্পটা নিয়ে আরও কাজ করতে হবে। আমার মনে হয়েছিল এটা মিথ্যা। এর পরে কিছু ঘটনা ঘটে যা আমাকে হতবাক করে দেয় এবং আমি সিদ্ধান্ত নিই যে এরপর থেকে আমরা আর একসঙ্গে কাজ করব না।'
আরও পড়ুন: 'আমাদের দেখে একটু শিখুন জীবনে উন্নতি হবে…', ট্রোলারদের পরামর্শ মধুবনীর
সুনীল জানান যে, সানি দেওল তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি টাকা ফেরত দেবেন, কিন্তু তা হয়নি। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালত বলেছে যে, এর একমাত্র সমাধান হল একটি ছবি করা। তাঁরা দু'জনেই একটি ছবি করতে রাজি হয়েছিলেন কিন্তু পরে পরিচালক বুঝতে পেরেছিলেন যে ছবিটি করার তাঁদের কোনও ইচ্ছা নেই। ফলে তিনি আবার আদালতের সাহায্য চেয়েছেন।