টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত নায়িকার ছেলের বয়স চার। তাই নিজেকে অভিনয়ের দুনিয়া থেকে কিছুটা হলেও সরিয়ে রেখেছেন ছেলেকে মানুষ করার জন্য। তবে সম্প্রতি 'চিরসখা' ধারাবাহিকে একটি স্বল্প দিনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধরনের স্বল্প দিনের চরিত্রে মাঝে মধ্যেই অভিনেত্রীকে দেখা যায়। তাছাড়াও নিজের পার্লার ও ব্যাগের ব্যবসা রয়েছে তাঁর। এইসবের পাশাপাশি ভ্লগিং করেন নিয়মিত। তবে মাঝে মাঝেই তাঁকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে, সন্তানের জন্য কেরিয়ার ছাড়া নিয়ে তাঁর বক্তব্য, তাঁর সাজ, তাঁর ব্যবসার প্রচার ইত্যাদি নানা কারণে মাঝে মাঝেই অভিনেত্রীকে ট্রোলের শিকার হতে হয়। তবে এই সব কিছুর এবার কড়া জবাব দিলেন মধুবনী। তুলোধনা করলেন নেটিজেনদের।
আরও পড়ুন: ক্ষিপ্ত হাতি শান্ত দেবীর আশীর্বাদে! জি বাংলার মহিষাসুরমর্দ্দিনীতে নানা রূপে চমক ফুলকি, জগদ্ধাত্রীদের
সোমবার বেলার দিকে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই নায়িকাকে বলতে শোনা যায়, ‘শেষ কিছুদিন ধরে আমি দেখছি যে, আমি যাই করি না কেন সেটাই খবর হয়ে যাচ্ছে। ফেসবুকে পোস্ট দিই বা আমার চুলের রং বদলাই বা ব্যবসা শুরু করি সবটা নিয়েই দেখছি আলোচনা হচ্ছে। ভালো, আপনারাই করছেন, আমাকে খবরে রাখছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
নায়িকা এরপর স্বামী রাজা গোস্বামীর প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি, রাজা আমরা দু’জনেই পরিশ্রমী মানুষ। ফালতু জিনিসে সময় নষ্ট করা আমরা একদম পছন্দ করি না। তাই ভালোর পাল্লাটা ১০০ শতাংশ ভারী। কিন্তু যে খারাপগুলো আছে সেগুলো শেষ কয়েকদিনে আমাদের সামনে এমন ভাবে এসেছে যে, আমি আর রাজা আলোচনা করছিলাম, মানুষ কী হয়ে গিয়েছে তাই না? কেউ যদি নতুন কোনও ব্যবসা করতে চায়, বা নতুন কোনও কিছু করতে চায় সেখানে পা দুটো টেনে নীচে কীভাবে নামাবো বা তাঁকে নামিয়ে মাটিতে আঁচরে ফেলতে পারবো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তাই না? কেন উড়বে আকাশে? কেন এত কিছু কিরবে? এটাই তো এখন বেশির ভাগ মানুষ ভাবছেন।'
আরও পড়ুন: 'বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত', 'অসভ্য' বলেও বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
নায়িকা তাঁর কাজের প্রসঙ্গেও নানা কথা বলেন। তাঁর কথায়, ‘অনেকের কমেন্ট পড়লাম। সেখানে লেখা ‘অভিনয়টাই করতে বাপু, এই সব আবার করার কী দরকার?’ কেন শুধু অভিনয় করতে হবে? আমার যদি ক্ষমতা থাকে যে, আমি অভিনয়ের পাশাপাশি আরও অনেক কিছু করতে পারি, তাহলে আমি শুধু অভিনয়তে কেন আটকে থাকব? আমাকে বোঝান? আমি সবই করব।'
কিছুদিন আগে অভিনেত্রীকে চিরসখায় দেখা গিয়েছিল। সেই কথাো উল্লেখ করে বলেন, 'এই তো কয়েকদিন আগে নম্বর ১ চ্যানেলে একটা ক্যামিও চরিত্র করলাম। দারুণ রেটিং এসেছে সেখানে। আপনারা দেখলেন তো। আপনারাই বলেছেন কী ভালো অভিনয়। তার মানে আমি সেটাও পারি, এটাও পারি সবই পারি। তাহলে করব না কেন বস? কেন করব না? আমি অবাক হয়ে যাই লোকজনের কথায়। কীভাবে পা দুটোকে ধরে টেনে নীচে নামাবে। কিন্তু আমি আর রাজা ভীষণ জেদি। তাই চেষ্টা করে যান, আমাদের দমাতে পারবেন না। যাঁরা আমদের সারাক্ষণ ট্রোল করে যাচ্ছেন, আমাকে রাজাকে অ্যাটাক করে যাচ্ছেন, তার ১ বা ২ শতাংশ আপনাদের করা হলে আপনারা কাজই করতে পারতেন না। আর সেখানে আমরা একটার পর একটা নতুন ব্যবসা শুরু করছি, এগিয়ে যাচ্ছি। আমাদের দেখে একটু শিখুন তাহলে ভালো হবে জীবনে, উন্নতি হবে।'