বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। বাংলায় এই ছবি ট্রেলার লঞ্চ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই ছবি নিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তবে অভিনেতার কথায় তিনি নাকি জানতেনই না এই ছবি বাংলাকে নিয়ে।
ঠিক কী অভিযোগ করেছেন শাশ্বত?
বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার এই ছবি। ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তাই ছবির ট্রেলার মুক্তি পেতেই অনেকেই এই ছবিকে ‘প্রোপাগান্ডা’ ছবি বলে অভিযোগ তুলছে। আর এরকম ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তবে অভিনেতা জানালেন এই ছবির নাম বেঙ্গল ফাইলস পড়ে রাখা হয়, শুরুতে ছবির নাম ছিল 'দ্য দিল্লি ফাইলস', আর সেই জায়গা থেকেই অভিনয়ের কাজ শুরু করেছিলেন।
সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘শ্যুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। তবে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পালটে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। কিন্তু কেন নাম পালটানো হল, সেটা আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারব না কেন এটা ঘটেছে।’
আরও পড়ুন: 'আমাদের দেখে একটু শিখুন জীবনে উন্নতি হবে…', ট্রোলারদের পরামর্শ মধুবনীর
শুধু তাই নয় এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শাশ্বতর মত, ‘ইতিহাস বিকৃত হল কি না, সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। আমি ইতিহাসবিদ নই। আমি অভিনেতা। আমি আমার কাজটা করেছি শুধু। আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে। পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না। শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল, আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র। ভিলেনের ভূমিকায় অভিনয়, খুব বেশি অভিনেতা এই সুযোগ পান না।’
প্রসংত, শুক্রবার এক্স-এ বিবেক অগ্নিহোত্রী একটি ভিডিয়ো শেয়ার করেন সেখানে তিনি তাঁর ভক্ত এবং অনুগামীদের সঙ্গে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার আপডেটটি ভাগ করে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কলকাতায় নির্ধারিত অনুষ্ঠানের আগের দিন একটি প্রথম সারির সিনেমা হল চেন নাকি তাঁদের অনুষ্ঠান বাতিল করেছে। বিবেক আরও জানান, দেরি না করে ট্রেলার লঞ্চ করা হবে কলকাতায়। ছবির টিম হিন্দুস্তান টাইমসকে জানায়, শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হবে।
কিন্তু সেখানেও নানা সমস্যা শুরু হয় পরিচালক অভিযোগ করেন ট্রেলার চলাকালীনই তা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানায়, এই কথা একেবারেই ভিত্তিহীন। তবে এখানেই সমস্যা থামে না, অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে। আর তার জেরেই কলকাতা পুলিশ হোটেলে ঢুকে সরিয়ে নিয়ে যায় বিবেক-সহ 'দ্য বেঙ্গল ফাইলস'-এর গোটা টিমকে।