টলিপাড়ার অতি পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত। মেগা তো বটেই সিরিজ থেকে ছবি সর্বত্রই সেরে ফেলেছেন ডেবিউ। তাছাড়াও একাধিক মিউজিক ভিডিয়োতে নায়কে দেখা যায়। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন দিব্যজ্যোতি। আর এবার খবর প্রিয়াঙ্কা ভাট্টাচার্যের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন নায়ক?
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, কপালে সিঁদুর চুপিচুপি বিয়ের পিঁড়িতে পর্দার ‘রাঙামতী’ মনীষা?
বর্তমানে দিব্যজ্যোতিকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় ‘সূর্য সেনগুপ্ত’র ভূমিকায় দেখা যাচ্ছে। তবে তার মাঝেই খবর প্রিয়াঙ্কা ভাট্টাচার্যের বিপরীতে এবার নাকি নায়ককে দেখা যাবে? তবে কি তাঁদের নতুন কোনও মেগা আসছে? ‘অনুরাগের ছোঁয়া’ কি তবে শেষের পথে? নাকি কোনও ছবি বা সিরিজের জন্য তাঁরা জুটি বাঁধছেন?
নানা এগুলোর কোনওটাই নয়। সামনেই পুজো আসছে। আর বাকি মাসখানেক। তবে এর মধ্যেই চারিদিকে বেশ পুজো পুজো ভাব। আর এই পুজোয় নানা উপহারের ডালি নিয়ে উপস্থিত হন বাংলার নির্মাতারা। পুজোয় নতুন জামার পাশাপাশি, পুজোর ছবি, পুজোর গানের জন্যে আজও বাঙালিরা অপেক্ষা করে থাকেন। আর সেরকমই একটি পুজোর মিউজিক ভিডিয়োর জন্য এবার দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কা জুটি বেঁধেছেন।
আরও পড়ুন: নাম না করে অপূর্বাকে প্রেমে প্রতারণা নিয়ে খোঁচা! প্রাক্তনকে কড়া জাবাব রেবেল কিডের
জনপ্রিয় লালনগীতি 'মিলন হবে কত দিনে'তে তাঁদের একসঙ্গে দেখা যাবে। তবে গান এখনও প্রকাশ্যে আসেনি। এসেছে গানের প্রোমো। গানটি চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পাবে। গানটি গেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন অর্ক কিরণ গুহ। ইটস সমাজ বাংলা মিউজিক চ্যানেলে গানটি মুক্তি পাবে।
গানে এক মৃৎশিল্পীর প্রেমের গল্প তুলে ধরা হবে। প্রোমোয় দেখা গিয়েছে দিব্যজ্যোতি অভিনীত চরিত্রটি পেশায় একজন মৃৎশিল্পী। সে পুজোর আগে এতটাই ব্যস্ত যে স্ত্রীকে সময় দিতে পারছে না। তাই তার স্ত্রী তাঁকে ফোন করে অনুযোগ করে জানায়, ‘তুমি বললে আজ তাড়াতাড়ি আসবে। আমাকে নিয়ে ঘুরতে যাবে। পুজো তো এসেই গেল। তুমি কি আজও দেরী করবে?’ এরপরই দেখা যায় এক দুর্গাদালানের সামনে দাঁড়িয়ে দিব্যজ্যোতি -প্রিয়াঙ্কা। আবহ থেকে ভেসে আসছে লালনগীতি। তারপর দেখা যায় প্রিয়াঙ্কা পাখার বাতাস করে দিব্যজ্যোতিকে খাইয়ে দিচ্ছে। তারপর ফের ওই দুর্গাদালানের সামনে তাঁদের একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।