রাজনীতির ময়দানে তাঁরা সতীর্থ,অথচ হঠাৎ করেই দেবের বিরুদ্ধে বা বলা ভালো দেবের ছবি রঘু ডাকাতের বিরুদ্ধে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরেই দেবের ছবির বিরুদ্ধে প্রচার চালিয়েছেন কুণাল। রঘু ডাকাত-কে ১০-এর মধ্যে মাত্র ৪ (চার) নম্বর দিয়েছেন কুণাল।
পুজোয় রঘু ডাকাতের মূল প্রতিপক্ষ রক্তবীজ ২-এর প্রচার করতে গিয়ে অকারণেই দেবকে হেয় করেছেন কুণাল। যাতে চটেছেন দেব ভক্তরা। ওদিকে দেব সেভাবে কটাক্ষ গায়ে না মাখলেও দেবের হয়ে ব্যাট ধরেছেন ধূমকেতু প্রযোজক রানা সরকার। ‘বন্ধু’ দেবের জন্য কুণালকে তুলোধনা করতে ছাড়েননি রানা।
বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে, আয়ের নিরিখে রক্তবীজ ২-এর চেয়ে অনেকখানি এগিয়ে রঘু ডাকাত। প্রথম তিন দিনে ছবির আয় কোটির ঘরে ঢুকেছে। এগিন সকালে ফেসবুক পোস্টে রানা সরকার লেখেন, 'সকলের জন্য জানাই প্রথম দুদিনের রঘু ডাকাত-এর বক্স অফিস কালেকশন অন্য সিনেমা যেটা দ্বিতীয় স্থানে আছে তার তিনগুন। দেব আবার বক্স অফিস উইনার, হ্যাটট্রিক। কুনাল বাবু জিন্দাবাদ...
কংস না থাকলে কি কৃষ্ণকে চেনা যেত ? হিরণ্যকশিপু না থাকলে প্রহ্লাদ কি হিট হতো ? এভাবে অথবা যেভাবেই হোক বাংলা সিনেমার পাবলিসিটি করে যান। নেগেটিভ প্রমোশন ও প্রমোশন।'
টিকিট বিক্রির হারেও এগিয়ে রঘু ডাকাত। বুক মাই শো-তে ট্রেন্ডিংয়ে দেবের ছবি। ঘণ্টায় বিকোচ্ছে ১৩৯০টি টিকিট। যেখানে রক্তবীজ ২-এর ২৪ ঘণ্টায় টিকিট বিক্রির পরিমাণ ১০ হাজারের চেয়ে সামান্য বেশি।
শনিবার মহাপঞ্চমীর দিন বক্স অফিসে নাকি রক্তবীজ ২-এর চেয়ে চারগুণ কামাই করেছে রঘু ডাকাত, দাবি রানার।
প্রথম দু-দিনে রঘু ডাকাতের আয় ৮২ লক্ষ টাকা। ওদিকে রক্তবীজ ২ বৃহস্পতি ও শুক্রবারে মোট ৩৯ লাখ আয় করেছে, এমনটাই জানাচ্ছে বক্স অফিস সংক্রান্ত ওয়েবসাইট sacnilk.com। দুই ছবির আনুষ্ঠানিক কালেকশন এখনও সামনে আনেনি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।
দু-দিন আগে এক দেব ভক্ত এক্সে একটি পোস্ট করেন, তিনি অভিযোগ করেন কুণাল ঘোষ রঘু ডাকাতের নেতিবাচক প্রচার সারতে হোয়াটসঅ্যাপে এটি প্রচার করছেন। ঔই দেবভক্ত বলেন, 'দাদা, তুমি জীবনে যতটুকু ট্রোল হও এখন সেটা এই রাজনৈতিক দলের জন্য। আজ তার মুখপাত্র এরম করছে। আর চুপ থেকো না। চুপ থাকা মানে দুর্বল নয়, বার বুঝিয়ে দাও।' ওই হোয়াটসঅ্যাপের পোস্টে লেখা ছিল, রঘু ডাকাত ১০-এ চার পাওয়ার যোগ্য।
দেব পালটা জবাব দেন, লেখেন- ‘রিল্যাক্স, করতে দাও। ভগবান আছেন’। পালটা ফোঁস করে ওঠে কুণাল লেখেন-'সিনেমার খুঁটিনাটি জানতে রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়? এর মধ্যে যারা দেখেছেন, তাদের চিনি না???? আমি গতকালই লিখতে পারতাম। কন্টেন্ট ঠিক থাকলে Relax টা রিলিজের আগেই হত। জেলায় জেলায় নেতাদের সৌজন্যে/সম্পর্কের খাতিরে প্রমোশন অনুষ্ঠান, হলের বেশি শো, হল মালিকদের সঙ্গে দেখা করতে হলে ছুটে যাওয়া, টিকিটের দাম বাড়ানো কমানো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো করতে হত না। ৪টে সিনেমাকে সমান সুযোগ দিয়ে ভগবান আছে বলে বিশ্বাস রাখা গেল না???????? তাহলে স্মার্টনেসটা বুঝতাম।'
সব মিলিয়ে রঘু ডাকাত ঘিরে দেব-কুণাল ঘোষ তরজা জারি।