বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Rukmini: 'ও আমার কী-কতটা জানি না', রুক্মিণীর ভালোবাসায় বুঁদ দেব, জানালেন সম্পর্কের গোপন কথা
পরবর্তী খবর
Dev on Rukmini: 'ও আমার কী-কতটা জানি না', রুক্মিণীর ভালোবাসায় বুঁদ দেব, জানালেন সম্পর্কের গোপন কথা
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2023, 10:01 AM ISTSubhasmita Kanji
Dev on Rukmini: রুক্মিণী আর দেবের প্রেম জমে ক্ষীর! তাঁরা একে অন্যকে যে ভীষণ ভালোবাসেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার দেব জানালেন তিনি প্রেমিকার উপর কতটা নির্ভরশীল।
রুক্মিণীর ভালোবাসায় বুঁদ দেব
বাঘা যতীন মুক্তি পেয়ে গিয়েছে। দর্শকদের থেকে দারুণ সাড়াও পাচ্ছে এই ছবি। এখানে বাঘা যতীনের চরিত্রে দেখা গিয়েছে দেবকে। ছবিটির পরিচালনা করেছেন অরুণ রায় এবং প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এই ছবির সহ-প্রযোজক হলেন রুক্মিণী মৈত্র, অর্থাৎ দেবের প্রেমিকা এবং অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে দেব তাঁদের সম্পর্কের রসায়নের বিষয়ে খোলসা করলেন।
দেব কী বললেন রুক্মিণীকে নিয়ে?
দেব আর রুক্মিণী দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। তাঁরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করেননি, বরং কাপল গোল সেট করেছেন বারবার। প্রকাশ্যে জাহির করেছেন ভালোবাসা। বুঝিয়ে দিয়েছেন তাঁরা একে অন্যকে কতটা ভালোবাসেন। কখনও দেবের জন্মদিনে তাক লাগানো আয়োজন করেছেন রুক্মিণী, কখনও আবার নীরবে পাশে থেকেছেন। উল্টোটাও ঘটেছে। কিন্তু তাঁরা একে অন্যের গ্রোথে কতটা সাহায্য করলেন? এই প্রসঙ্গ উঠতেই একটি সাক্ষাৎকারে দেব জানালেন, 'ও তো আমার বাঘা যতীন ছবির সহ প্রযোজক।' বলেই হো হো করে হাসতে শুরু করেন।
তিনি আরও বলেন, 'রুক্মিণীর মধ্যে খুব স্টেবিলিটি আছে। কাজের অনেক চাপ থাকে যখন, স্ট্রেসে থাকি যখন ও আমার শক্তি হয়ে পাশে থাকে। আমার মানসিক শক্তি ও। আসলে আমি কখনও ভাবিনি যে ও আসার পর আমার জীবনে কী কী বদল এসেছে, কিন্তু ও না থাকলে আমার জীবনে অনেক সমস্যা হবে এটা নিশ্চিত। আমি ওর উপর ভীষণ নির্ভরশীল।'
যখন জানতে চাওয়া হয় যে কী কী সমস্যা হবে তখন তিনি বলেন, 'এটাও কখনও ভাবিনি। আসলে কখনই এটা ভাবার সুযোগ আসেনি কারণ ও সবসময় আমার পাশে ছিল। আমি জানি আমি ওর উপর নির্ভরশীল, কিন্তু কীসের জন্য জানি না। এটাও এক ধরনের ভালোবাসা বলতে পারেন।'
কিন্তু দেব আর রুক্মিণী কবে বিয়ে করবেন? এই প্রশ্ন উঠলে কখনই তাঁরা সদুত্তর দেননি। তবে জানিয়েছেন এভাবেই ভালো আছেন। আজকাল অনেক বিয়ে ভেঙে যায়। তার থেকে এই ভালো আছেন তাঁরা।