বাংলার বক্সঅফিস জুড়ে 'ধূমকেতু' ঝড়। বাংলার সিনে-প্রেমিরা চুটিয়ে উপভোগ করছেন দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল চতুর্থ দিনের হল আয়। এই চারদিনে কত কোটি ঘরে তুলল ‘ধূমকেতু’?
আরও পড়ুন: সানি দেওলের কাজ করতে গিয়ে হয়েছিল খারাপ অভিজ্ঞতা! মুখ খুললেন সুনীল দর্শন
চতুর্থ দিনে বক্স অফিসে কত আয় করেছে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'?
প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছিল 'ধূমকেতু'। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমার বক্স অফিসে, তৈরি করেছিল নতুন ইতিহাস। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দু'জনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছিল 'ধূমকেতু'। আর এবার নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল চতুর্থ দিনের আয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে চতুর্থ দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবির মোট আয় ১০.১৬ কোটি টাকা। ‘ধূমকেতু’র দৌড় কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার।
এক নজরে ধূমকেতুর অফিসিয়্যাল বক্স অফিস কালেকশন
প্রথম দিন (বৃহস্পতিবার)- ২.১৮ কোটি টাকা
দ্বিতীয় দিন (শুক্রবার)- ৩.০৮ কোটি টাকা
তৃতীয় দিন (শনিবার)- ১.৮৮ কোটি টাকা
চতুর্থ দিন (রবিবার)- ৩.০২ কোটি টাকা
মোট আয় (এখনও চূড়ান্ত নয়)- ১০.১৬ কোটি টাকা
প্রসঙ্গত, ১০ বছর বড় পর্দায় একসঙ্গে দেখেনি অনুরাগীরা। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন। এখন হলে হলে দেব-শুভশ্রীর নস্টালজিয়ায় ভাসছেন বাংলার সিনে-প্রেমিরা।